লাল দুর্গের রাজার মুকুটে আরেকটি সাফল্যের পালক
ফরাসী ওপেন মানেই রাফায়েল নাদালের রাজত্ব। ক্লে কোর্টে নামলেই অপ্রতিরোধ্য হয়ে ওঠেন স্প্যানিশ এই টেনিস তারকা। সেই ২০০৫ সালে যে রাজত্ব কায়েম করেছেন, তা এখনও ধরে রেখেছেন নাদাল। আরও একবার তিনি প্রমাণ করলেন কেন তাকে ক্লে কোর্টের রাজা বলা হয়। এবারের আসরে শিরোপার লড়াইয়ে নওয়ের ক্যাসপার রুডকে পাত্তাই দিলেন না নাদাল, দাপুটে পারফরম্যান্সে জিতে নিলেন রোলাঁ গাঁরোর শ্রেষ্ঠত্বের মুকুট।
রোববার ফরাসি ওপেনের ফাইনালে রুডকে সরাসরি সেটে হারিয়ে বিজয়ের হাসি হাসেন নাদাল। প্যারিসে অনুষ্ঠিত একপেশে ম্যাচে রুডকে ৬-৩, ৬-৩, ৬-০ গেমে হারিয়েছেন নাদাল। ফরাসী ওপেনে এটা তার রেকর্ড ১৪তম শিরোপা। ক্লে কোর্টের আরেক কিংবদন্তি বিয়ন বোর্গ ফরাসী ওপেনে দ্বিতীয় সর্বোচ্চ ৬টি শিরোপা জিতেছেন। নোভাক জোকোভিচ ২টি ও রজার ফেদেরার জিতেছেন একটি শিরোপা।
এটা নাদালের রেকর্ড ২২তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে ছাড়িয়ে ইতিহাস গড়েন স্প্যানিশ এই টেনিস কিংবদন্তি। সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ব্যবধানটা আরও বাড়িয়ে নিলেন তিনি। ফেদেরার ও জোকোভিচ ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।
২০০৫ থেকে ফরাসী ওপেনে শাসন শুরু হয় নাদালের, ২০০৮ সাল পর্যন্ত জেতেন টানা চারটি শিরোপা। ২০০৯ সালে ফেদেরারের কাছে শ্রেষ্ঠত্ব হারাতে হয় তাকে। কিন্তু ২০১০ থেকে আবারও নাদালের শিরোপার গল্প। ২০১৪ পর্যন্ত টানা পাঁচবার চ্যাম্পিয়ন হন তিনি।
পরের দুই বছর ফাইনালে উঠতে পারেননি নাদাল। ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত আরও চারবার সেরার মুকুট জেতেন এই স্প্যানিয়ার্ড। ২০২১ সালে শিরোপা জেতেন জোকোভিচ, পরের বছরই লাল দুর্গের রাজত্ব নিজের করে নিলেন ৩৬ বছর বয়সী নাদাল।