অবসরের ঘোষণা দিলেন নাদাল
দীর্ঘ ক্যারিয়ারে চোটের কারণে অনেকবারই ছিটকে যেতে হয়েছে। তবে প্রতিবারই দুর্দোণ্ড প্রতাপে ফিরে এসে করেছেন রাফায়েল নাদাল, জয় করেছেন পরম আরাধ্যের শিরোপা। কিন্তু বয়স ৩৫ পেরোনোর পর সেভাবে ফিরে আসার গল্প লেখা হচ্ছিল না স্পেনের কিংবদন্তি এই টেনিস খেলোয়াড়ের। এবার তাই বিদায় বলে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেললেন নাদাল।
টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি, চলতি মৌসুমের পর টেনিসকে বিদায় বলে দেবেন ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। আগামী মাসে ডেভিস কাপ আছে, এটাই হবে নাদালের ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী নাদাল।
মূলত শারীরিক সমস্যার কারণেই টেনিস কোর্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নাদাল। অবসরের ঘোষণায় তিনি বলেছেন, 'আমি এটা জানাতে আজ এখানে যে, আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি। বাস্তবতা হচ্ছে কয়েকটি বছর খুব কঠিন গেছে, বিশেষ শেষ দুই বছর। আমার মনে হয় না আমি ঝামেলাহীনভাবে খেলতে পেরেছি।'
আগামী নভেম্বরে ডেভিস কাপে শেষবারের মতো স্পেনের জার্সি গায়ে কোর্টে নামবেন নাদাল। টেনিস ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় দীর্ঘদিন রাজত্ব করেছেন, র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেছেন লম্বা সময় ধরে। সাফল্যে মোড়ানো দীর্ঘ ক্যারিয়ারে নাদার ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। যা নিজের এবং আসরটির ইতিহাসের সর্বোচ্চ।
ফ্রেঞ্চ ওপেনে রাজত্বের কারণে নাদালকে ডাকা ক্লে কোর্টের রাজা ডাকা হয়। এই টুর্নামেন্টে শিরোপা জয়ে তিনি বাকি সবার চেয়ে অনেক এগিয়ে। দুই নম্বরে থাকা ম্যাক্স ডেকুগিস ৮টি শিরোপা জিতেছেন, তবে সবগুলোই ওপেন এরার (উন্মুক্ত যুগ) আগে। সর্বশেষ ২০২২ সালে গ্র্যান্ড স্ল্যাম জেতেন নাদাল, এটাও ছিল ফ্রেঞ্চ ওপেন।
শেষের মতো তার শুরুটাও হয় ফ্রেঞ্চ ওপেন জিতে, ২০০৫ সালে এই আসরেই সেরার মুকুট জিতে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ নেন তিনি। এরপর ১৯ বছরের ক্যারিয়ারে ১৪টি ফ্রেঞ্চ ওপেনের পাশাপাশি দুইবার অস্ট্রেলিয়ান ওপেন, দুইবার উইম্বলডন ও চারবার ইউএস ওপেন জিতেছেন নাদাল।