‘সাকিব ৫ উইকেট করে নিলেই তো কাজটা সহজ হয়ে যায়’
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হার, খেলা এবার ওয়েস্ট ইন্ডিজে। বাস্তবতা নিরিখে ভাবলে ক্যারিবীয় দীপপূঞ্জে টেস্টে জেতাটা বাংলাদেশের জন্য কঠিন কাজ। এরপরও কাজটা সহজ হতে পারে, আর সেই সহজ পথের কথা জানালেন ইমরুল কায়েস। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান মনে করেন, দুই ইনিংসে সাকিব আল হাসান ৫টি করে উইকেট নিলেই কাজ সহজ হয়ে যায়।
কেবল সাকিবই নয়, তাইজুলসহ বাংলাদেশের অন্যান্য বোলারদেরও ওয়েস্ট ইন্ডিজে ১০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে বলে মনে করেন ইমরুল। তবে ক্যারিবীয়দের তাদের মাটিতেই টেস্টে হারানো যে কঠিন কাজ, সেটাও মানছেন তিনি। এ ক্ষেত্রে জয় না পেলেও ড্র হতে পারে বলার মতো সাফল্য।
এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টিতেই ক্যারিবীয়দের জয়, একটি ম্যাচ ড্র হয়। বাংলাদেশের জয় পেয়েছে ২টি। বাংলাদেশের এই দুই জয় নিয়েও আছে আলোচনা। ২০০৯ সালের সেই টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দল খেলেছিল। এরপর ২০১৪ ও ২০১৮ সালে চার টেস্টে বাজেভাবে হারে বাংলাদেশ।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট শুরু হচ্ছে ১৬ জুন। অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এবারও ওয়েস্ট ইন্ডিজে কঠিন পরীক্ষা দিতে হতে পারে বাংলাদেশকে। বাস্তবসম্মতা চিন্তা থেকে জয়ের আশা করছেন না ইমরুল, তার চাওয়া বাংলাদেশ যেন অন্তত ড্র করতে পারে।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পের অনুশীলন শেষে ইমরুল বলেন, 'আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজে সবশেষ সফরটা আমরা ভালো খেলি নাই। কিন্তু এ বছর যারা আছে, আমাদের পেস আক্রমণ এবং স্পিন আক্রমণ মিলিয়ে ভালো একটা দল গেছে। আমি আশাবাদী আমরা যেন ম্যাচটা না হারি, আমরা জিততে না পারলেও অন্তত ম্যাচটা যেন ড্র করতে পারি। আমি আশা করি ভালো কিছু হবে।'
এরপরও ইমরুল প্রত্যাশার বেলুন ফোলাচ্ছেন সাকিবের ওপর ভরসা রেখে, দলের বাকি বোলারদের সামর্থ্যে বিশ্বাস আছে তার, 'সাকিব যদি ৫ ও ৫ করে (দুই ইনিংসে) দশ উইকেট নিয়ে নে,য় তাহলে তো আর কঠিন না। কাজটা অনেক সহজ হয়ে যায়। তাইজুল আছে বা যারাই আছে না কেন, সবাই অনেক সামর্থ্যবান দশ উইকেট করে নেওয়ার। আমার কাছে মনে হয় উত্তেজনাময় একটা টেস্ট ম্যাচ হবে।'