বিচ্ছেদের পর ইনস্টাগ্রামে ৫ মিলিয়ন অনুসারী হারিয়েছেন পিকে
কলম্বিয়ান গায়িকা শাকিরার সাথে বিচ্ছেদের পর ইনস্টাগ্রামে জনপ্রিয়তা কমেছে বার্সেলোনা তারকা জেরার্ড পিকের। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫ মিলিয়ন অনুসারী হারিয়েছেন স্প্যানিশ ফুটবলার।
প্রতিদিন অন্তত এক মিলিয়ন করে অনুসারী কমেছে জেরার্ড পিকের। অন্যদিকে, দৈনিক ৩ লাখ অনুসারী বৃদ্ধি পেয়েছে শাকিরার।
পিকে-শাকিরা জুটির বিচ্ছেদের ঘোষণা এবং পিকের পরকীয়ার গুজবের প্রভাব পড়েছে বাণিজ্যিক ব্র্যান্ডসমূহ এবং বার্সেলোনা ভক্তদের উপরেও।
সর্বশেষ কিউলম্যানিয়া জরিপ অনুযায়ী, ৬৩.৩ শতাংশ বার্সা সমর্থক মনে করেন, পিকের অবসরে যাওয়া কিংবা বার্সেলোনা ছেড়ে দেওয়া উচিত। মাত্র ১৭.১ শতাংশ সমর্থক পিকের কাতালান ক্লাবটিতে থাকার ব্যাপারে সায় দিয়েছেন।
অন্যদিকে, পিকে যদি শতভাগ ফিট থাকেন, তাহলে তার বার্সেলোনায় থেকে যাওয়ার পক্ষে রায় দিয়েছেন ১৪.১ শতাংশ সমর্থক। বাকি ৫.৪ শতাংশ সমর্থক জানিয়েছেন, তারা মনে করেন পিকের অনেক আগেই বার্সা ছাড়া কিংবা অবসরে যাওয়া উচিত ছিল।
পিকের বর্তমান দিনকাল কিছুটা খারাপ গেলেও, বিপরীতে সোশ্যাল মিডিয়া চ্যানেলে জনপ্রিয়তা বেড়েছে তার প্রাক্তন শাকিরার।
'তে ফেলিসিতো'র প্রিমিয়ারের পর থেকে শাকিরার গান ইউটিউবে সবচেয়ে বেশি সংখ্যক বার দেখা ভিডিওর তালিকায় আছে। ইতোমধ্যেই গানটি ১০০ মিলিয়ন ভিউর ঘর ছাড়িয়ে গেছে।
নিজের এই সাফল্যের ব্যাপারে উচ্ছ্বসিত শাকিরা ইনস্টাগ্রামে বলেন, "আমি আমার টিমের কাছ থেকে মাত্রই শুনলাম যে 'তে ফেলিসিতো গতকাল ১০০ মিলিয়ন ভিউ পার করেছে! তোমরাই বিশ্বের সেরা ভক্তকুল! তোমাদের সমর্থন ও ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ।"
শাকিরার রিপ্রেজেন্টেশন এজেন্সি একটি বিবৃতির মাধ্যমে জেরার্ড পিকের সাথে তার বিচ্ছেদের কথা নিশ্চিত করার পর থেকে ইনস্টাগ্রামে ২ মিলিয়ন অনুসারী বেড়েছে শাকিরার।
সূত্র: মার্কা