কমিউনিকেশন স্পেশালিস্ট নেবে ধান গবেষণা ইনস্টিটিউট
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) কমিউনিকেশন স্পেশালিস্ট (হেলদিয়ার রাইস প্রোগ্রাম) নিয়োগ দেবে।
জার্নালিজম, মিডিয়া স্টাডিজ, মাস কমিউনিকেশন, ইংলিশ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এগ্রিকালচারাল সায়েন্স, হিউম্যানিটিজ বা স্যোশাল সায়েন্সের যেকোন বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে। জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাংবাদিকতায় ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
নিয়োগপ্রাপ্তদের মাসিক ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে।
যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী কভার লেটারসহ রেজুমে ১৫ ডিসেম্বরের মধ্যে ইমেইল করতে হবে [email protected] ঠিকানায়।