৬২৭জন ফার্মাসিস্ট নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদপ্তর
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/12/26/bangladesh-govt-logo.jpg)
ফার্মাসিস্ট (ডিপ্লোমা) পদে ৬২৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত এবং তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
১ নভেম্বর ২০২২ তারিখে প্রার্থীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ১১তম গ্রেড অনুযায়ী ১২,৫০০-৩০,২৩০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।
যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অনলাইনে http://dghsp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৬ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2022/11/17/171122_directorate_general_of_health_services.jpg)