ইন্দিরা হচ্ছেন প্রতিমন্ত্রী, ইমরান পূর্ণমন্ত্রী
মন্ত্রীসভার সম্প্রসারণ করে নতুন একজনকে করা হচ্ছে প্রতিমন্ত্রী এবং আগের এক প্রতিমন্ত্রীকে দেয়া হচ্ছে পূর্ণমন্ত্রীর দায়িত্ব।
সরকারের মেয়াদের সাত মাসের মাথায় এসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলে আসা ইমরান আহমদকে দেওযা হচ্ছে পূর্ণমন্ত্রীর দায়িত্ব।
আর সংসদ সদস্য এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী করা হচ্ছে।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলেও জানান তিনি।