এক অঙ্কের সুদ হার বাস্তবায়ন করবে সব ব্যাংক : অর্থমন্ত্রী
দেশের সকল বেসরকারি ব্যাংকে ঋণ বিতরণে সর্বোচ্চ ৯ শতাংশ এবং আমানতের সংগ্রহের ক্ষেত্রে সুদের হার ৬ শতাংশ রেখে একটি প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও মালিকদের সাথে এক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, এই বিষয়ে খুব শীঘ্রই একটি প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি জানান, বর্তমানে সাতটি রাষ্ট্রীয় ব্যাংকসহ মোট ১৬টি ব্যাংক এক অঙ্কের সুদহার বাস্তবায়ন করছে।
সভায় বেসরকারি ব্যাংকগুলোর প্রতিনিধিরা নির্ধারিত সুদে ঋণ দেয়ার বিষয়টি সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে বলে মন্ত্রীকে আশ্বাস দেন।
খেলাপী ঋণ কমিয়ে আনার ব্যাপারেও বেসরকারী ব্যাংকের কর্মকর্তারা আশ্বস্ত করেন অর্থমন্ত্রীকে।