করোনায় বিপর্যস্ত ইতালি, বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে দেড় কোটি মানুষকে
উত্তর ইতালির লমবার্ডিসহ আরও ১৪টি প্রদেশের বেশ কিছু অঞ্চলের মানুষকে করোনা ভাইরাস বিস্তার রোধে বাকি দেশ থেকে 'বিচ্চিন্ন' করার উদ্যোগ নিচ্ছে ইতালি সরকার।
দেশটির প্রধানমন্ত্রী জিসেপে কন্টে স্বয়ং এই জরুরি পদক্ষেপের কথা জানান। চলতি মার্চ থেকে শুরু হয়ে আপাতত আগামী ৩ এপ্রিল পর্যন্ত এই বিচ্ছিন্ন রাখার উদ্যোগ কার্যকর থাকবে। এরপর পরিস্থিতি বিবেচনায় এটা শিথিল করা হতে পারে।
ইতালি এখন সত্যিকার অর্থেই করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত এক দেশ। গত শনিবার পর্যন্ত দেশটিতে মারা গেছেন ২৩০ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে মৃতের সংখ্যা ৫০ জন বাড়ে। আর নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত করা গেছে এক হাজার ২০০ জন ব্যক্তির মাঝে। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৮৩ জনে উন্নীত হয়।
এই অবস্থায় ইতালি যেসব অঞ্চলকে বিচ্চিন্ন রাখার উদ্যোগ নিচ্ছে তার মাঝে দেশটির অর্থনৈতিক কেন্দ্র মিলান থেকে শুরু করে পর্যটকদের জন্য শীর্ষ আকর্ষণ ভেনিস নগরীও আছে।
এদিকে উত্তর ইতালির লমবার্ডি প্রদেশে প্রায় ১ কোটি মানুষ বসবাস করেন। ইতালির আর্থিক রাজধানী মিলানও এখানেই অবস্থিত। 'বিচ্ছিন্ন' করে রাখার উদ্যোগ কার্যকর হওয়ার পর শুধুমাত্র জরুরি স্বাস্থ্যসেবা এবং পণ্যবাহী যানবাহন সেখানে বিশেষ বিবেচনায় প্রবেশের অনুমতি পাবে।
এই নিষেধাজ্ঞা ইতালির ভেনিস, পার্মা এবং মেডোনার মতো আরও ১৪টি প্রদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে মোট ১ কোটি ৬০ লাখ মানুষ 'বিচ্ছিন্ন' হতে চলেছেন।