ট্রুডো-মেলানিয়ার অন্তরঙ্গ ছবি ভাইরাল
ফ্রান্সে জি-সেভেন সামিটে অংশ নিতে বিশ্বের বড় কয়েকটি অর্থনীতির দেশের রাষ্ট্রপ্রধানরা সম্প্রতি একত্রিত হয়েছিলেন। সেখানে স্ত্রী ও স্বামীদের নিয়ে যাওয়াই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গিয়েছিলেন যথারীতি মেলানিয়াকে নিয়ে। ওদিকে কানাডার তরুণ ও সুদর্শন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ছিলেন। সাক্ষাত হবার পর নিয়মমাফিক মেলানিয়া ও ট্রুডো পরস্পরকে সম্ভাষণ করেছেন। তাদের সেই সৌজন্য-বিনিময়ের ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। টুইটের বন্যায় ভেসে যাচ্ছে সব।
ছবিগুলো তোলা হয়েছে মুলত ২৫ আগস্ট। ফ্রান্সেরই বিয়ারিটজে। সে দিন পারিবারিক ছবি তুলতে মেলানিয়া সেখানে হাজির ছিলেন। সাক্ষাতের সময় মেলানিয়া ট্রুডোর সঙ্গে কিছু সময় অন্তরঙ্গভাবে কথা বলেন। আলতো করে গালে গাল ছোঁয়ান। টকটেকে লাল রঙের পোশাকে আকর্ষণীয়া মেলানিয়ার পাশে তরুণ ট্রুডোকে কি ট্রাম্পের চেয়ে বেশি মানিয়েছিল?
কে জানে! তাই বোধহয় সারা দুনিয়ার নানা দেশের সাংবাদিকদের ক্যামেরাগুলো সচল হয়ে ওঠে। দুজনের টুকরো মুহূর্তের ছবি জোড়া লাগিয়ে প্রচারের পর টুইটার দুনিয়ায় আলোড়ন ওঠে।
বিশেষ করে বিষয়টি আরও জমেছিল ট্রুডো-মেলানিয়ার অন্তরঙ্গতার সময় পাশে দাঁড়ানো ট্রাম্পের নতমুখী ভঙ্গিতে!
অবশ্য তাদের পাশে দাঁড়ানো অন্য নেতাদের নিয়ে তোলা ছবিতে দেখা যায়, ট্রুডো-মেলানিয়ার সৌজন্যতার সময ট্রাম্পের পাশেই ছিলেন ব্রিজিত মাঁখো, ইমানুয়েল মাঁখো এবং অ্যঞ্জেলা মার্কেল।
কেউ বলছেন, ‘মেলানিয়া ট্রুডোর জন্য সব ঝুঁকি নিতে চান’। কারও মন্তব্য, ‘সপ্তাহের সেরা দৃশ্য এটি’। এমনকি ‘হ্যাশট্যাগ মেলানিয়ালাভসট্রুডো’ জনপ্রিয় হয়ে গেছে ইতোমধ্যে। লোকের বক্তব্য, ‘যে দৃষ্টিতে মেলানিয়া ট্রুডোর দিকে তাকাচ্ছেন তেমন ভঙ্গিতে আমাদের দিকে সবাই তাকালে পৃথিবীটা আরও বেশি সুখের হত’।
ভিডিওেতে দেখা যায়, এ সময় ট্রাম্পও ঝুঁকে ৬৬ বছর বয়সী ফরাসী ফার্স্ট লেডি ব্রিজিত মাঁখোর সঙ্গে সৌজন্য-বিনিময় করছেন। মাঁখোর স্ত্রী তাঁর স্বামীর চেয়ে চব্বিশ বছরের বড়। ঠিক যেমন তিন বার বিবাহিত ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার বয়সের পার্থক্য পাক্কা চব্বিশ বছরের। কিন্তু ট্রুডোর চেয়ে মেলানিয়া বছর দেড়েকের বড় মাত্র। এক প্রজন্মেরই দুজন।
আগস্টের ২৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত ফ্রান্সে অনুষ্ঠিত জি সেভেন সামিটে অংশ নিয়েছিলেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি ও জাপানের নেতারা। বিশেষ আমন্ত্রণে সামিটে উপস্থিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।