ট্রেনে সূচি বিপর্যয়, চরম দুর্ভোগ ঘরমুখী মানুষের
বেশ কয়েকটি ট্রেনের সূচি বিপর্যয়ের কারণে চরম দুর্ভোগে পড়েছেন প্রিয়জনদের সাথে ঈদুল আজহা উদযাপন করতে যাওয়া হাজারো মানুষ। বিশেষ করে উত্তর ও দক্ষিণ রুটের যাত্রীদের রেলস্টেশনেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
ট্রেন যাত্রীরা জানান, উত্তরের জেলাগামী ট্রেনগুলোর কোনোটিই তাদের সময়সূচি অনুসারে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যেতে পারে নি।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেশো বণিক বলেন, চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনগুলি সময়সূচি অনুসারে স্টেশন ছেড়েছে। তবে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করার কারণে উত্তর ও দক্ষিণ জেলাগামী ট্রেনগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে যেতে পারেনি।
‘ধূমকেতু এক্সপ্রেস’ নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পরে স্টেশন ছেড়ে যায়। এছাড়া ‘সুন্দরবন এক্সপ্রেস’ পাঁচ ঘন্টা, ‘নীলসাগর এক্সপ্রেস’, ‘রংপুর এক্সপ্রেস’ আট ঘণ্টা এবং ‘লালমনিরহাট এক্সপ্রেস’ (বিশেষ) দশ ঘণ্টা দেরিতে স্টেশন ছাড়ে।
ট্রেনে যাতায়াত করতে পছন্দ করা মানুষদের কমলাপুর রেলস্টেশনে গরমের মধ্যে দীর্ঘ অপেক্ষার প্রহর গুণতে হচ্ছে।
এদিকে অনেক মানুষকে জীবন ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা গেছে।
মুসলিমদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামী সোমবার (১২ আগস্ট) দেশব্যাপী পালন করা হবে। সেকারণে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শহর ছেড়ে নিজেদের শেকড়ে যাচ্ছেন মানুষ।