ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ পূর্ব নির্ধারিত চার দফা দাবিতে আজ রবিবার (২১ জুলাই) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি একাডেমিক ও সব প্রশাসনিক ভবনে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা।
সকালে তারা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে তাদের কর্মসূচি শুরু করেন। এরপর রাজধানীর শাহবাগ মোড়ে তারা অবস্থান নেন।
আন্দোলনকারীদের চার দফা দাবির মধ্যে রয়েছে- চলতি শিক্ষাবর্ষ থেকেই সাত কলেজের অধিভুক্তি বাতিল, দুই মাসের মধ্যে সব পরীক্ষার ফলাফল প্রকাশ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন, ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ।
অন্যদিকে রবিবার (২১ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের ছাত্রী মনিজা আক্তার মিতুর আত্মহত্যার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল শনিবার (২০ জুলাই) দুপুরে এ কর্মসূচি পালন শুরু করেন তারা।
বিক্ষোভ কর্মসূচির কারণে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল সাময়িক বন্ধ থাকে। এ সময় আন্দোলনকারীরা মিতু হত্যার বিচার এবং সাত কলেজ নিয়ে সৃষ্ট সমস্যারও দ্রুত সমাধান দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আত্মহত্যাকারী শিক্ষার্থী মনিজা আক্তার মিতু বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তিনি আত্মহত্যা করেন। তার স্বজনরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রেজাল্টে তিন বিষয়ে ফেল করেন মিতু। যা মেনে নিতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
অধিভুক্ত সাতটি কলেজের মধ্যে রয়েছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয় এই সাত কলেজ।