নরেন্দ্র মোদির ‘ফিট ইন্ডিয়া’
বৃহষ্পতিবার জাতীয় ক্রীড়া দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে চালু করলেন ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’। প্রোগ্রামটির উদ্দেশ্য হল, নাগরিকদের ফিটনেসের সংস্কৃতিতে অভ্যস্ত করে তোলা।
‘ফিট ইন্ডিয়া’র শ্লোগানটি আসলে হেলদি ইন্ডিয়ার দিকে ধাবিত হবারই উদ্যোগ, এ কথা বলে ভারতীয় প্রধানমন্ত্রী জনগণকে বললেন ফিটনেসকে রোজকার রুটিনের অংশ করে নিতে এবং এ নিয়ে সচেতনতা তৈরি করতে। তিনি মনে করিয়ে দিলেন, এ দিনেই জন্ম নিয়েছিলেন একজন বড়মাপের ক্রীড়াব্যক্তিত্ব, মেজর ধ্যানচাঁদ। যিনি ফিটনেস, স্ট্যামিনা আর হকিস্টিকের জাদুতে দুনিয়া মাতিয়েছিলেন।
মোদি বললেন, “কয়েক দশক আগেও সাধারণ একজন মানুষ দিনে আট-দশ কিলোমিটার হাঁটতেন, সাইকেল চালাতেন বা দৌড়াতেন। টেকনোলজির বিস্তারের সঙ্গে সঙ্গে এসব কমে গেছে।”
মোদির ‘ফিট ইন্ডিয়া’ ক্যাম্পেইনের প্রতি সমর্থন জানাচ্ছেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু, স্প্রিন্টার হিমা দাশ এবং সেলিব্রিটি কুস্তিগীর বৈরাঙ্গ পুনিয়া ও সাকসী মালিক।
২৭ আগস্ট ভারতের স্পোর্টস অথরটি একটি ভিডিও প্রকাশ করেছে যাতে পি ভি সিন্ধু বলছেন, “আমি শপথ নিচ্ছি, আপনারা নিতে তৈরি তো?”
ভারতের প্রধানমন্ত্রী প্রতি মাসেই রেডিওতে অংশ নিচ্ছেন ‘মান কী বাত’ নামের এক অনুষ্ঠানে। ২৫ আগস্ট সেখানে ক্যাম্পেইনটা শুরুর ঘোষণা দেন তিনি। সে সঙ্গে এটাও যোগ করলেন, শ্রোতাদের তিনি ফিট দেখতে চান. তাদের বানাতে চান ফিটনেস-সচেতন। এটাও বোঝাতে চাইলেন, এই ফিটনেস প্রোগ্রামের সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে।
প্রচারাভিযান শুরুর অনুষ্ঠানটি অনেককে দেখানার উদ্যোগও ছিল। সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তাদের অন্তর্ভুক্ত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বলেছিল শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের ইভেন্টটি সরাসরি দেখানোর উদ্যোগ নিতে।
প্রতিষ্ঠানগুলোকে বলে দেওয়া হয়েছে ফিটনেসের জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে ক্রীড়া, ব্যায়াম অথবা শারীরিক কসরতের বিষয়গুলো রোজকার রুটিনে যোগ করে দেবার পরিকল্পনা বের করে সেগুলোর বাস্তবায়ন করতে।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজু জানালেন, প্রধানমন্ত্রীর #FitIndiaMovement নামের উদ্যোগটি সমাজের সব স্তর থেকে সমর্থন পাচ্ছে। মুখ্যমন্ত্রীরা, কর্পোরেট সেক্টর ও সমাজের অনেক আইকনিক ব্যক্তিত্ব প্রোগ্রামটির বিরাট সাফল্যের জন্য চমকপ্রদ সব পদক্ষেপ নিচ্ছেন।
ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে ফিটনেস ও স্বাস্থ্যরক্ষার বিষয়গুলো প্রমোট করার ক্ষেত্রে এখনকার এই ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’ হল সর্বশেষ। এমনিতে তিনি ইয়োগার সমর্থক হিসেবে খুবই পরিচিত। নিয়মিত ইয়োগা ও ব্রেদিং এক্সারসাইজ করে তিনি ফিটনেস ধরে রেখেছেন।
গুগলের এক হ্যাংআউটে প্রধানমন্ত্রী নিজের ফিটনেস রুটিন নিয়ে বলেছিলেন, ‘সকাল থেকে সন্ধ্যা অব্দি আমি সমানভাবে উদ্যমী থাকি। আমার ধারণা এর সিক্রেট হল ইয়োগা ও ব্রেদিং এক্সারসাইজ। ক্লান্ত লাগলেই ডিপ ব্রেদিং করি। তাতে আবার সতেজ হয়ে যাই।”
২০১৮ সালের মে মাসে ভারতের ক্রিকেট অধিনায়ক ভিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন মোদি। #HumFitTohIndiaFit নামের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে সেটা শুরু হয়েছিল। মাসখানেক পর মোদি একটা ভিডিও শেয়ার করেছিলেন যেখানে তাঁকে ইয়োগা করার কয়েকটি ভঙ্গিতে দেখা যায়।
গত জুনে এ নিয়ে একটি টুইট করেন মোদি, যেখানে তিনি লিখেন, “ইয়োগা ছাড়াও আমি প্রকৃতির পাঁচ উপাদান বা পাঞ্চতাভার প্রভাবে চালিত হই। সেগুলো হল, পৃথভী, জল, অগ্নি, ভায়ু ও আকাশ। বিষয়টা খুবই উদ্দীপক আর প্রেরণাদায়ক।”