পুলিশী বাধায় ইসলামী আন্দোলনের মিছিল পণ্ড
ভারতীয় দূতাবাস অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল ও স্মারকলিপি পেশ কর্মসূচি পুলিশী বাধায় বাতিল হয়ে গেছে।
ভারতে অব্যাহত মুসলিম নির্যাতন, হত্যা এবং ইসকন ও প্রিয়া সাহার দৌরাত্ম্যের প্রতিবাদে আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে জমায়েত শেষে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল শুরু করে দলটি।
ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম গণমিছিলে নেতৃত্ব দেন।
দুপুর পৌনে ১২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের মিছিলের নেতৃত্ব দেন।
মিছিলটি পল্টন মোড় এলাকায় আসার পরই পুলিশের বাধার মুখে পড়ে।
পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘ভারতে মুসলিমদের উপর নির্যাতন চলছে। আমরা এর প্রতিবাদে রাস্তায় নামব। যারা এই কর্মসূচিতে বাঁধা দিচ্ছে তারা মুসলমানদের সরকার হতে পারে না। সরকারসহ সকলকে বলব প্রশাসন যে আমাদের বাঁধা দিয়েছে এর তীব্র প্রতিবাদ জানাই। ভারতে যেসব মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।’
রেজাউল করিম বলেন, ‘পুলিশ আমাদের যেতে দিচ্ছে না। তারা আমাদের অনুরোধ করেছে, যাতে আমরা এখানেই মিছিল শেষ করি। যাতায়াতের সুবিধার্থে তাই পল্টন মোড়েই মিছিল শেষ করেছি। তবে আমাদের একটি প্রতিনিধিদল ভারতীয় দূতাবাসে স্মারকলিপি নিয়ে যাবে। সেখানে আমরা ভারত সরকারকে অনুরোধ করব, যাতে করে মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ করা হয়।’
পুলিশের গুলশান জোনের সহকারি কমিশনার রফিকুল ইসলাম দি বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘ইসলামী আন্দোলনের একটি দল ভারতীয় দূতাবাসের দিকে আসছিল। তাদের আমরা গুলশানে জাতিসংঘের অফিসের কাছে বাধা দেই।’