বন্যায় ৫শ কোটি টাকার ফসলহানি, পূনর্বাসনের কাজ শুরু
সম্প্রতি বন্যা আর নদী ভাঙ্গনে বগুড়া, সিরাজগঞ্জ আর পাবনায় ফসলের ক্ষতি হয়েছে প্রায় ৫শ কোটি টাকার। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তরা জানান, ওই তিন জেলায় বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাক-সবজি আর আমন বীজতলা।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বন্যায় বগুড়া, সিরাজগঞ্জে ও পাবনার কিছু অংশে ফসলি জমি জলমগ্ন হওয়ায় আমন. পাট, আখ ও সকা-সবজিসহ নানা ধরনের মৌসুমী ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫৬ কোটি টাকার।
বন্যার পানিতে এখনো আংশিক বা সম্পূর্ন তলিযে আছে প্রায় সাড়ে ৩৫ হাজার হেক্টর জমিতে লাগানো নানা ধরনের ফসল।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর জানায় এ তিন জেলার মধ্যে সবচেয়ে বেশি ২০ হাজার ৬৭১ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বগুড়ায়।
এখানে চাষীদের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩১৫ কোটি টাকা। এ ছাড়া সিরাজগঞ্জে ১১৫ হাজার হেক্টর জমির পাট, আখ ও মরিচসহ নানা ধরনের ফসল নষ্ট হওয়ায় ক্ষতি হয়েছে প্রায় ১৩৫ কোটি টাকার। পাবনায় ফসল নষ্ট হয়েছে প্রায় ৭ হেক্টরে এতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
বগুড়ায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো; আরশেদ আলী জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের পূর্নবাসনে ইতোমধ্যেই বগুড়া ও সিরাজগঞ্জে ৫২ হেক্টরে ভাসমান বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে। পানি নেমে যাবার পর চাষীদের বিনামূল্যে বীজ ও চারা দেয়া হবে।