বায়ুদূষণে বছরে দেশের ক্ষতি ১৪শ’ কোটি ডলার
প্রকৃতি সংরক্ষণ এবং বাস্তুসংস্থান রক্ষায় আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিস সবচেয়ে সোচ্চার। বায়ুদূষণের প্রভাবে প্রতি বছর বাংলাদেশের অর্থনীতি ১৪শ’ কোটি ডলার ক্ষতির মুখে পড়ছে বলে জানিয়েছে সংস্থাটি। গত বুধবার গ্রিনপিসের দক্ষিণ-পূর্ব এশিয়া শাখার ‘শক্তি ও নির্মল বাতাস’ বিষয়ক এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনসূত্রে প্রকাশ, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে প্রতি বছর বিশ্ব অর্থনীতি দুই লাখ ৯০ হাজার কোটি ডলার ক্ষতির মুখে পড়ছে, যা মোট বৈশ্বিক উৎপাদন প্রবৃদ্ধির (জিডিপি) ৩ দশমিক ৩ শতাংশ। এর মাঝে বাংলাদেশের অবস্থা আরও শোচনীয়। বায়ুদূষণে মোট জিডিপির পাঁচ শতাংশই হারাচ্ছি আমরা ।
ক্ষতিটা শুধু আর্থিক নয়, শারীরিক প্রভাবের ওপরেও নজর দেওয়া দরকার। ২০১৮ সাল পর্যন্ত এ দেশে পাঁচ বছরের কম বয়সী ৯৬ হাজার শিশু বায়ুদূষণের প্রভাবে প্রাণ হারিয়েছে।
শিশুমৃত্যুর জন্য দায়ী বাতাসের অতিসূক্ষ্ম দূষণকণা পিএম২.৫। তার মানে, দূষণকণাটি আকারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটারের সমান। পিএম২.৫ বাতাসে বিদ্যমান অন্যান্য পরিমাপের দূষণকণার চেয়ে অনেক হালকা। তাই দীর্ঘ সময় ধরে ভেসে থাকার সক্ষমতা থাকায় প্রাণঘাতী হিসেবে এটি সবচেয়ে মারাত্মক।
গ্রিনপিস জানায়, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে যে দূষণ হচ্ছে তা বিশ্বব্যাপী প্রতিদিন কোটি কোটি মানুষকে সরাসরি প্রভাবিত করে। উন্নয়নশীল ও স্বল্প আয়ের দেশগুলোতে শিশুস্বাস্থ্যের জন্য এটি অনেক বড় হুমকি।
পরিবেশবিদ আইনুন নিশাত বলেন, বাংলাদেশে স্বাস্থ্য এবং আর্থিকখাতে নেতিবাচক প্রভাবের বিবেচনায় বায়ুদূষণ দীর্ঘদিন ধরেই একটি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত বিশ্বের কাছ থেকে কিছু তহবিল বরাদ্দ পাই বটে, কিন্তু আমলাতন্ত্রের ব্যর্থতার কারণে সেই অর্থ সঠিকভাবে কাজে লাগানো হয় না। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে যে দূষণ সৃষ্টি হয় তা অনেক রোগের কারণ।
এর সঙ্গে একমত পোষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন মবিন ভুঁইয়া। তিনি বলেন, বাংলাদেশের জন্য বায়ুদূষণ দীর্ঘদিন ধরেই বড় হুমকি; কিন্তু এখন ঢাকার দূষণের খবরটাই বারবার সামনে উঠে আসছে।
তিনি আরও বলেন, সব ধরনের দূষণ ক্ষতিকর হলেও বায়ুদূষণ সবচেয়ে মারাত্মক। এর মাধ্যমে সৃষ্ট রোগব্যাধি বাড়ার কারণে দেশের জনস্বাস্থ্য নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
(https://tbsnews.net/environment/bangladesh-loses-14bn-year-air-pollution-44359)