যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় নিহত ৩০,আহত প্রায় অর্ধশত
যুক্তরাষ্ট্রের টেক্সাসে হামলার রেশ কাটতে না কাটতে দেশটির ওহিও অঙ্গরাজ্যে আবারও বন্দুক হামলা চালানো হয়েছে। এতে হামলাকারীসহ ১০ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় রোববার (৪ আগস্ট) দিনগত রাত ১টা ২০ মিনিটের দিকে একটি বারে এই হামলা চালানো হয়।
এনিয়ে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় গোলাগুলিতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত।
এর আগে শনিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে টেক্সাসের এল পাসো শহরে ওয়ালমার্টের একটি দোকানে ১ বছর বয়সী শ্বেতাঙ্গ এক বর্ণবাদী সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৬ জন।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী প্যাট্রিক ক্রুসিয়াস (২১) ডালাস এলাকার অধিবাসী ও হিস্পানিক বিদ্বেষী। খবর সিএনএনের।
হামলার আগে অনলাইনে পোস্ট করা এক ‘ইশতেহারে’ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকে সমর্থন জানায় এ বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসী।এদিকে ন্যক্কারজনক ওই হত্যাযজ্ঞকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাস’ বলছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই।
মার্কিন গণমাধ্যম জানায়, হামলাকারী বিভিন্ন টুইটেও লাতিন আমেরিকান অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াত। ‘ষড়যন্ত্র তত্ত্ব’ প্রচার করে এমন অনলাইন গ্রুপে অ্যাকটিভ ছিল সে।
প্যাট্রিকের টুইটার অ্যাকাউন্ট থেকে করা পোস্টে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও প্রশংসা করা হয়েছে।
শপিংমলে বন্দুকধারীর হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টুইটবার্তায় তিনি বলেন, এলপাসোর ঘটনা অতিপীড়াদায়ক। এতে অনেকের প্রাণ ঝরেছে।
একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে ওহিওতে পানশালায় ঢুকতে না পেরে এক ক্ষুব্ধ যুবক এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই ৯ জন নিহত এবং আরও ১৬ জন আহত হন।