২০২৩ সালের মধ্যে সব প্রাথমিক স্কুলে দুপুরের খাবার
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ২০২৩ সালের মধ্যে দুপুরের খাবার দেয়ার লক্ষ্য নিয়ে ‘জাতীয় স্কুল মিল নীতি ২০১৯’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পরে সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে দেশের চর, উপকূল, হাওর এবং দূরবর্তী (পিছিয়ে পড়া জনপদে) অঞ্চলের স্কুলগুলোত দুপুরের খাবার চালু করা হবে।’
প্রত্যেক শিক্ষার্থীর জন্য খাবারে প্রয়োজনীয় অন্তত ৩০ শতাংশ ক্যালোরি থাকার প্রত্যাশা করে শফিউল আলম বলেন, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে যাদের বয়স ৩-১২ কেবল তাদেরই খাবার দেয়া হবে।
খাদ্যের বৈচিত্র্য নিশ্চিতে নির্দিষ্ট ১০ খাবারের তালিকা থেকে প্রতিদিনের খাবারে অন্তত চার ধরনের খাবার থাকবে বলেও জানান তিনি।