২ মাসের মধ্যে সব আদালতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙানোর নির্দেশ
দেশের সকল আদালতের প্রতিটি বিচারকক্ষে আগামী ২ মাসের মধ্যে টাঙ্গাতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সুপ্রিম কোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহসান এবং কে এম কামরুল কাদের এর হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
চলতি বছরের ২১ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। সেই রিটের শুনানিতে আজ এই নির্দেশ দেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
রিটে বিবাদী করা হয়েছে-আইন সচিব, গণপূর্ত সচিব, অর্থ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে।
প্রসঙ্গত, সংবিধানে ‘জাতির পিতা’ শিরোনামে অনুচ্ছেদ ৪(ক) অংশে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে।’