বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি: রিজভী
বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, "আমি মনে করি, তাঁর (শেখ মুজিবুর রহমান) ছবি নামিয়ে ফেলা উচিত হয়নি। খন্দকার মোশতাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন।"
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই ক্যাম্পের আয়োজন করে।
রিজভী বলেন, "পঁচাত্তরের ১৫ আগস্টের পর খন্দকার মোশতাক শেখ মুজিবের ছবি নামিয়ে নিল। জিয়াউর রহমান ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এলেন। জিয়াউর রহমান কিন্তু বঙ্গভবনে শেখ মুজিবের ছবি ফিরিয়ে আনেন।"
বিএনপির এই মুখপাত্র বলেন, "শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছিলেন। স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করেছিলেন, গণতন্ত্র হত্যার ধারা তার হাত দিয়ে এসেছে। এর আগে ৬০ এর দশকে তিনি স্বাধিকারের আন্দোলন করেছিলেন মানুষ তাকে বিশ্বাস করেছিল। ৭০ এ তাকে ভোট দিয়েছিল কিন্তু তার অঙ্গীকার তিনি রক্ষা করতে পারেননি। স্বাধীনতা যুদ্ধে তিনি কোন ভূমিকা রাখেননি, স্বাধীনতা যুদ্ধের আগে স্বাধিকার আন্দোলনে তার কিছুটা ভূমিকার কথা জনগণ মনে রেখেছে। স্বাধীনতা যুদ্ধের ঘোষণা তো দিয়েছে অদম্য সাহসী মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান "
গণতান্ত্রিক আন্দোলনে যাদের এক বিন্দু কন্ট্রিবিউশন নাই তারা অনেকেই উপদেষ্টা, সচিব হয়ে গণতান্ত্রিক আন্দোলনকারীদের সাথে বিমাতাসুলভ আচরণ করছে অভিযোগ করে রিজভী বলেন, "রক্ত ঋণে আবদ্ধ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার। আজকে যারা সচিব হয়েছেন তাদের কিন্তু কোন অবদান নেই। তারা স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন তাদের কিন্তু কোন অবদান নেই। অবদান তাদের রয়েছে যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন জুলাই আগস্টে এবং তার আগে বিএনপি যে আন্দোলনের পটভূমি রচনা করেছিল এই পটভূমি রচনা করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মীর জীবন চলে গেছে অনেকে হারিয়ে গেছে ইলিয়াস আলী, হুমায়ুন পারভেজ, সাইফুল ইসলাম হিরু, জাকির, জনিরা, যারা রক্তাক্ত হয়েছে ক্রসফায়ার শিকার হয়েছে এদের অবদান। এটা হেলথ সেক্রেটারির অবদান নয় এটা আজকে যে হেলথ উপদেষ্টা তার অবদান কিন্তু আমরা দেখেছি এই স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত বিমাতাসুলভ আচরণ করছে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে। তিনি খুব বিরক্ত হন ড্যাবের নেতারা কথা বলতে গেলে। আন্দোলন তো দূরের কথা স্বাস্থ্য উপদেষ্টা জীবনে কষ্টকর জীবন যাপন করেছেন কিনা আমার জানা নেই। আমি শুনে অত্যন্ত মর্মাহত যখন স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সেক্রেটারি ড্যাবের বরেণ্য চিকিৎসকদের সঙ্গে ভালো ব্যবহারও করেন না। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।
তিনি বলেন, "এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কত ছেলে গুলিবিদ্ধ হয়েছে,এখনো হাসপাতালে অনেক ছেলেরা কাতরাচ্ছে আপনারা কয়জন দেখতে গিয়েছেন? আপনারা আবার অহংকার করেন। আমরা আপনাদেরকে চিনে রাখছি। আপনারা কারা? আপনারা শেখ হাসিনার দোসর। আপনারা আজকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করে আপনারা সচিব হচ্ছেন আপনারা এডিশনাল সেক্রেটারি হচ্ছেন। আন্দোলনের পক্ষে ছিল যে ডাক্তাররা গণতান্ত্রিক আন্দোলনকে যারা সমর্থন করেছে আজকে হাসিনা টিকে থাকলে ডাক্তার রফিক, ডাক্তার কাকনদের চাকরি থাকতো না। অথচ এরা কোন কথা বলতে গেলে আপনারা বিরক্ত বোধ করেন, আপনারা দুর্ব্যবহার করেন আপনারা এই রক্ত ভেজা বাংলার মাটির উপর বসে উপদেষ্টা হয়েছেন, সচিব হয়েছেন।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, সোমবার (১১ নভেম্বর) বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত উপদেষ্টা মাহফুজ আলম।
গতকাল সকাল ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মাহফুজ জানান, 'এটা আমাদের জন্য লজ্জার যে, আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। কিন্তু, জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে আর কোথাও দেখা যাবে না।'
'শেখ মুজিব এবং তার কন্যা অগণতান্ত্রিক ১৯৭২ এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যাসহ (৭২-৭৫, ২০০৯-২০২৪) বাংলাদেশের জনগণের সঙ্গে যা যা করেছেন, আওয়ামী লীগকে তা অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তাহলেই কেবল আমরা ১৯৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি।'
'ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং ফ্যাসিস্টদের বিচার না করা পর্যন্ত, কোনো ধরনের সমঝোতা হবে না,' ফেসবুক পোস্টে লেখেন মাহফুজ।