৬৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর ঊর্ধ্বমুখী
চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে বেলা ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৩ শতাংশ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।
এই সময়ের মধ্যে ডিএসই প্রধান সূচক (ডিএসইএক্স) বেড়েছে ২৭.৮৫ পয়েন্ট। লেনদেন হয়েছে ২১০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর আগের কার্যদিবসে এই সময়ে লেনদেন হয়েছিল মোট ১৯২ কোটি টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে,চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক (সিএসসিএক্স) বেলা ১২টা পর্যন্ত ৬৪ পয়েন্ট বেড়েছে। এ সময় লেনদেন হয়েছে ১০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
আলোচ্য সময়ে ডিএসই সূচক ২৭.৮৫ পয়েন্ট বেড়ে ৫২.৫১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৫ পয়েন্ট বেড়ে ১২.০৯ পয়েন্টে এবং ডিএসই ব্লচিপ সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ১৮.৫১ পয়েন্টে অবস্থান করছে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২০টির, কমেছে ৮০টির এবং ৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর অপরিবর্তীত রয়েছে। তবে গত দুই কার্যদিবসের ধারাবাহিকতায় আজও ডিএসইতে শেয়ার দর বৃদ্ধিতে দূর্বল ও লোকসানি কোম্পানির আধিপত্য রয়েছে।
দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ডেল্টা স্পিনার্স। এরপরই রয়েছে আর এন স্পিনিং, জেনারেশন নেক্সট, ফারইস্ট ফাইন্যান্স, তুংহাই নিটিং, ঢাকা ডাইং, সিএনএ টেক্সটাইল। এরা কিছুটা দূর্বল ও লোকসানি কোম্পানি।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এই সময়ের মধ্যে কোম্পানিটির মোট ২০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।কোম্পানিটির শেয়ার ১.০২ শতাংশ বেড়ে সর্বশেষ ৪০৫.২০ টাকায় লেনদেন হয়েছে।
আর খাতভিত্তিক লেনদেনে সিরামিকস, প্রকৌশল, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং বস্ত্র খাতের সিংহভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে ব্যাংক খাতের শেয়ারে মিশ্র প্রবণতা রয়েছে।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৭৬৩ পয়েন্টে।
এই সময় লেনদেন হওয়া ১৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, দর কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১০ কোটি ৫৮ লাখ ২২ হাজার টাকা।