এক রহস্যময় অসমাপ্ত কাজ
১৮১৩ সালে প্যারিসে বিখ্যাত ধারণাবাদী (ইম্প্রেশনিস্ট) চিত্রশিল্পী ক্লদ মোনে’র আঁকা ‘Boulevard des Capucines’ রহস্যময় চিত্রকর্মটির কথা অনেকেই জেনে থাকবেন। সামনের দৃশ্যমান রাস্তার চলচ্ছবি তিনি তুলে এনেছিলেন ক্যানভাসের গায়ে, তেলরঙে।
২০১৬ সালে এই ছবিটি প্রদর্শিত হয় নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট গ্বাযালারির প্রদর্শনীতে যা বিশ্বজুড়ে MET নামে খ্যাত, যেখানে বিশ্বের বহু শিল্পীর অসমাপ্ত কাজ বা Unfinished Works প্রদর্শন করা হয়।
ছবিটির আসল রহস্য লুকিয়ে আছে ক্যানভাসের সাথে দর্শকের দূরত্বের মধ্যে। যত দূর থেকে আপনি এই ছবির দিকে তাকাবেন, ততই পুঙ্খানুপুঙ্খভাবে এর মাধুর্য আবিষ্কার করতে পারবেন। কিন্তু যতই আপনি এর দিকে এগিয়ে যাবেন ততই ঝাপসা হয়ে আসবে এর সবরকমের সূক্ষ্মতা। আর একেবারে সামনে গিয়ে দাঁড়ালে এলোমেলো কিছু রঙের সমন্বয় ছাড়া কিছুই মনে হবে না। অথচ এর থেকে দশ পা দূরে গেলেই শীতের প্যারিসের জমজমাট বুলেভার্ডের একটি দিন স্পষ্ট হয়ে ওঠে দুচোখে। দশ পা এগোনো-পিছানোর মধ্য দিয়ে যেন আপনার সময়-ভ্রমণ হয়ে যাবে! কী এক যাদু!
তাইতো , বিখ্যাত শিল্প সমালোচকব Earnest Chesneau এই ছবি সম্পর্কে মন্তব্য করেছিলেন এভাবে,
‘ At a distance – one hails a masterpiece in this stream of life but come closer – it all vanishes. There remains only an indecipherable chaos of palette scrapings’
এই ছবিটির সামনে দাঁড়ালে দর্শকের মনে যেন এক নিঃস্বতার বোধ তৈরী হয়।