কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড-২০২১'র কিছু ছবি
পশু-পাখিরাও আবেগ অনুভূতির বাইরে নয়, তাদের মধ্যেও চলে ভাবের আদান-প্রদান, মানুষের কল্পনার বাইরের এমন অনেক মুহূর্ত উঠে আসে এ প্রতিযোগিতায় পাঠানো ছবিগুলোতে।
ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে ড্রাগনফ্লাই, দাঁত বের করে হাস্যোজ্জ্বল সাপ, হাত দিয়ে মুখ ঢেকে হাস্যরত গ্রে সিল- ২০২১ সালের কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে বাছাইকৃত ছবিগুলোতে এমন অসাধারণ কিছু ছবির দেখা মিলেছে।
দুজন পেশাদার আলোকচিত্রী পল জয়েনসন-হিক্স এবং টম সুলাম এ অ্যাওয়ার্ড চালু করেছিলেন।
পশু-পাখিরাও আবেগ অনুভূতির বাইরে নয়, তাদের মধ্যেও চলে ভাবের আদান-প্রদান, মানুষের কল্পনার বাইরের এমন অনেক মুহূর্ত উঠে আসে এ প্রতিযোগিতায় পাঠানো ছবিগুলোতে।