বন্যপাখি খাচায় রেখে প্রদর্শনী সারলো সাতক্ষীরা প্রাণিসম্পদ অধিদপ্তর
অফিস চত্বরে বন্য প্রাণী শালিক, টিয়া ও ঘুঘু পাখি খাঁচায় রেখে প্রাণী সম্পদ প্রদর্শনী হয়েছে সাতক্ষীরায়। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে প্রাণিসম্পদ অধিদপ্তরে এ প্রদর্শণী শুরু হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মো. লুৎফর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
জেলা কার্যালয় চত্বরে আয়োজিত এ প্রদর্শনীর ১১ নং স্টলে দেখা যায়, বাসায় পালিত অন্যান্য পাখির সঙ্গে বন্য প্রাণী শালিক, টিয়া ও ঘুঘু পাখি খাঁচায় বন্দি রয়েছে। স্টলটি দেন জনৈক লাভলী পারভীন।
প্রদর্শণীর বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ বলেন, এগুলো গৃহপালিত প্রাণি। এখানে কোনো বন্যপ্রাণি নেই। কোনো বন্যপ্রাণি এখানে আনা হয়নি।
প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মো. লুৎফর রহমানকে প্রশ্ন করা হয় বন্যপ্রাণি রাখার বিষয়ে। তিনি বলেন, এবিষয়ে আমাদের নির্দেশনা নেই। আনা ঠিক বা বেঠিক বলতে পারবো না- তবে আমাদের নির্দেশনায় নেই।
তবে ভিন্ন কথা বলছেন, বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ্ আস সাদিক। তিনি বলেন, দেশীয় বন্যপ্রাণি খাচায় রেখে প্রদর্শন করে তারা স্পষ্ট অপরাধ করেছেন। প্রদর্শন বা ক্রয়-বিক্রয় না করার জন্য, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এরপরও প্রাণিসম্পদ বিভাগ প্রদর্শন বন্ধ না করে সরকারের বন্যপ্রাণি আইন নীতিমালা লঙ্ঘন করেছে। বিষয়টির খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।