‘বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তি’: বাইডেন থেকে বারাদার, টাইম ম্যাগাজিনের তালিকায় আরও আছেন যারা
বরাবরের মতো এবারও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা (টাইম ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ২০২১) প্রকাশ করেছে আমেরিকান নিউজ ম্যাগাজিন 'টাইম'।
প্রভাবশালী এই ম্যাগাজিন ৫ ক্যাটাগরিতে নির্বাচন করেছে ২০২১ সালের সবচেয়ে প্রভাববিস্তারী ১০০ ব্যক্তির নাম। এরমধ্যে 'লিডারস' বা নেতৃত্ব ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও জায়গা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আফগানিস্তানের আলোচিত তালেবান নেতা আবদুল গনি বারাদার।
অন্য ক্যাটাগরিগুলো হলো, 'আইকনস', 'পাইওনিয়ারস', 'টাইটানস' ও 'আর্টিস্টস'।
এবার, এক নজরে দেখা যাক ২০২১ সালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে কোন ক্যাটাগরিতে কারা রয়েছেন:
লিডারস
নাইজেরিয়ান-আমেরিকান অর্থনীতিবিদ এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, আমেরিকান অ্যাটর্নি ও রাজনীতিক লিজ চেনি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি, আমেরিকান টিভি উপস্থাপক টাকার কার্লসন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত, আমেরিকান রাজনীতিক ও ভোটাধিকারকর্মী স্টেসি আব্রামস, এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আফগান সাংবাদিক ও নারী অধিকার আইনজীবী মাহবুবা সেরাজ, মার্কিন সিনেটর জো ম্যানচিন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, যুক্তরাষ্ট্রের সেন্টার অব ডিজিজ কনট্রোলের পরিচালক রোচেল ওয়ালেন্সকি, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস চিফ অব স্টাফ রন ক্লেইন, চিলির আদিবাসী অধিকারকর্মী এলিসা লংকন এবং আফগানিস্তানের তালেবান নেতা আবদুল গনি বারাদার।
আর্টিস্টস
ব্রিটিশ অভিনেত্রী ও হলিউড তারকা কেট উইন্সলেট, পুয়ের্তো রিকান র্যাপার ব্যাড বানি, অস্কারজয়ী চীনা চলচ্চিত্রকার ক্লোয়ি জাও, আমেরিকান অভিনেতা ও কমেডিয়ান জ্যাসন সুডেইকিস, আমেরিকান অভিনেত্রী ও হলিউড তারকা স্কারলেট জোহানসন, আমেরিকান র্যাপার লিল ন্যাস এক্স, আমেরিকান রন্ধন-ইতিহাসবিদ ও সাংবাদিক জেসিকা বি. হ্যারিস, আমেরিকান কমেডিয়ান ও পডকাস্টার বোয়েন ইয়াং, আমেরিকান অভিনেত্রী ও পরিচালক ট্রেসি এলিস রস, আমেরিকান চিত্রশিল্পী মার্ক ব্র্যাডফোর্ড, আমেরিকান সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি ধারার লেখিকা এন. কে. জেমিসিন, আমেরিকান অভিনেতা ও প্রডিউসার স্টিভেন ইয়ুন, ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল কালুয়া, ফরাসি অভিনেতা ওমর সাই, আমেরিকান কনসেপচুয়াল আর্টিস্ট বারবারা ক্রুজার এবং আমেরিকান গায়ক কেন ব্রাউন।
টাইটানস
অলিম্পিকজয়ী আমেরিকান জিমন্যাস্ট সিমন বিলস, অ্যাপলের নির্বাহী কর্মকর্তা ও আমেরিকান ব্যবসায়ী টিম কুক, আমেরিকান টেলিভিশন প্রডিউসার সন্ডা রাইমস, আমেরিকান সংগীত-জুটি টিম্বাল্যান্ড অ্যান্ড সুইজ বিটজ, মানবাধিকারবিষয়ক আমেরিকান সাংবাদিক নিকোল হানা-জোনস, আমেরিকান ফুটবলার টম ব্রেডি, অস্কারজয়ী দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী ইয়ুন ইয়ুহ জুং, আমেরিকান ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট অ্যালিসন ফেলিক্স, বেনিনিজ গায়িকা অ্যাঞ্জেলিক কিডজো, যৌথভাবে আমেরিকান ব্যবসায়ী কর্মকর্তা কেনেথ সি. ফ্রেজিয়ার ও কেনেথ আই. চেনাল্ট এবং ব্রাজিলিয়ান ব্যবসায়ী লুইজা ট্রাজানো।
পাইওনিয়ারস
আমেরিকান গায়িকা বিলি আইলিশ, আমেরিকান অ্যাটর্নি ও মানাবাধিকার বিশেষজ্ঞ বেঞ্জামিন ক্রাম্প, ইন্দোনেশিয়ান গণস্বাস্থ্য গবেষক আদি উতারিনি, আমেরিকান জিমন্যাস্ট সানিসা লি, যৌথভাবে সেনেগালিজ মিউজিশিয়ান ফেলওয়াইন সার ও ফরাসি শিল্প-ইতিহাসবিদ বেনেদিক্তে সাভোয়, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির নির্বাহী পরিচালক ও তুর্কি অর্থনীতিবিদ ফাতি বিরোল, কানাডিয়ান ফ্যাশন ডিজাইনার অরোরা জেমস, ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা, কেনিয়ান পরিবেশকর্মী ফিলিস ওমিদো, ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট ও ডাচ কূটনীতিক ফ্রান্স টিমারমান্স, যৌথভাবে এলজিবিটি অধিকারকর্মী ইন্দিরা মেন্দোজা ও ক্লাউদিয়া স্পেলিমান্ত, ডাচ পরিবেশবিদ রজার কক্স, মেক্সিকান নারী অধিকারকর্মী অলিম্পিয়া কোরাল মেলো ক্রুজ, হাঙ্গেরিয়ান পণ্ডিত দরোত্তা রেদাই এবং যৌথভাবে মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী আন্দোলনকারী এসথার জে নাউ বাম্ভো ও এই থিঞ্জার মায়ুং।
আইকন
যৌথভাবে ব্রিটিশ রাজপরিবারের আলোচিত দম্পতি প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল, জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা, রাশিয়ান রাজনীতিক ও বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনি, আমেরিকান পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স, আমেরিকান আইনজীবী শেরিলিন আইফিল, আমেরিকান গায়িকা ও মানবতাবাদী ডলি পার্টন, জাপানি বেসবল খেলোয়াড় শোহেই ওহতানি, আমেরিকান কবি ক্যাথি পার্ক হং, কিউবান পারফরম্যান্স আর্টিস্ট লুইস মানুয়েল ওতেরো আলকান্তারা, ইরানি মানবাধিকারকর্মী নাসরিন সতোদে, সম্মিলিতভাবে 'স্টপ এএপিআই'র তিন কো-ফাউন্ডার- মঞ্জুষা পি. কুলকার্নি, রাসেল জিয়ং ও সিনথিয়া চোই এবং যৌথভাবে দুই ফিলিস্তিনি অধিকারকর্মী মুনা এল-কুর্দ ও মোহাম্মদ এল-কুর্দ।
ইনোভেটরস
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও তাইওয়ানিজ-আমেরিকান বিলিয়নিয়ার জেনসেন হুয়াং, টেসলা মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও আমেরিকান বিজনেস ম্যাগনেট ইলন মাস্ক, সম্মিলিতভাবে আমেরিকান টকশো উপস্থাপক আড্রিয়ানা ব্যানফিল্ড নোরিস, উইলো স্মিথ ও জ্যাডা পিঙ্কেট স্মিথ, হাঙ্গেরিয়ান বায়োকেমিস্ট কাতালিন কারিকো, জেনারেল মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও আমেরিকান ব্যবসায়ী ম্যারি ব্যারা, ক্যামেরুনিয়ান ভাইরোলজিস্ট জন এনকেনগাসং, বার্মিজ-আমেরিকান প্রকোশলী ও নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির প্রজেক্ট ম্যানেজার মিমি অং, কানাডিয়ান-রাশিয়ান প্রোগ্রামার ভিটালিক বাটারিন, চায়নিজ স্ট্রিমার ভিয়া, আমেরিকান ভাইরোলজিস্ট বার্নি গ্রাহাম, যৌথভাবে জার্মান পরিবেশবিদ ফ্রেডেরিক অটো ও গ্রিট ইয়ান ফন ওল্ডেনবর্গ, জাপানি আর্কিটেক্ট কেঙ্গো কুমা, গ্রো ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা ও আমেরিকান উদ্যোক্তা সারা মেনকার এবং পুলিশ চিকিৎসক লিদিয়া মোরাওস্কা।
-
সূত্র: টাইম ম্যাগাজিন