২০২২ সালে ই.টি-কে নিজের গ্রহে ফোন করতে অবিশ্বাস্য এক অঙ্কের টাকা গুনতে হতো?
ধরুন আপনি ভিনগ্রহচারী, কিন্তু ঘটনাক্রমে এখন বাস করছেন পৃথিবীতে। চাঁদে থাকেন আপনার কোনো বন্ধু, ফোনকল করবেন তাকে। এতে ফোনবিল আসবে প্রায় এক হাজার ডলার। কিন্তু, মঙ্গলগ্রহবাসী কারো কাছে ফোন করলে– ২০২২ সালের হিসাবে- তাতে বিল আসবে প্রায় সাড়ে ৬ লাখ ডলার বা বাংলাদেশি টাকায় সাড়ে ৬ কোটি টাকারও বেশি। স্টার্টিফ্যাকটস অবলম্বনে
খরচের ফর্দ শুনে আঁতকে ওঠাটাই স্বাভাবিক, কিন্তু তবু আপনজন বলে কথা। ধরুন আপনার দাদি আবার শনিগ্রহের বাসিন্দা। তাকে জানাতে হবে আগামী বড়দিনের শুভেচ্ছা। শুনতে চান সেখানে ফোনকলের খরচ? এটা প্রায় ৩২ লাখ ডলার বা ৩২২ কোটি টাকারও বেশি।
১৯৮২ সালে মুক্তি পাওয়া স্টিফেন স্পিলবার্গের চাঞ্চল্যকর মুভি ই.টি- দ্য একস্ট্রা- টেরেস্ট্রিয়াল- এর ৪০ বছরপূর্তি উদযাপনের উপলক্ষে এসব অদ্ভুতুরে খরচের অঙ্ক কষেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস-ভিত্তিক আন্তর্জাতিক টেলিকম সেবাদাতা সংস্থা- টোলফ্রিফরওয়ার্ডিং ডটকম।
হিসাবের মূল উপজীব্য ছিল চলচ্চিত্রটির একটি অভিনব দৃশ্য। যেখানে ব্রোডো আসগি (কাল্পনিক) গ্রহ থেকে আসা ই.টি. বা ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীটি ক্যালিফোর্নিয়া থেকে তার বাড়িতে কল করেছিল।
এই ফোনকলের বিল কত আসবে- সেটি বের করারই মজাদার লক্ষ্য দেওয়া হয় প্রতিযোগীদের। এতে অংশ নেন টোলফ্রিফরওয়ার্ডিং ডটকমে যুক্ত ব্যবহারকারী তথা এখাতের কর্মীরা। পৃথিবীর বিভিন্ন স্থানের ফোনকলের বিল এবং সেই অনুপাতে মহাজাগতিক দূরত্বের হিসাব করতে বুদ্ধি খাটিয়ে তারা এর একটি সঠিক খরচও অনুমান করেছেন, আর তা হলো ৭৬ কোয়াড্রিলিয়ন ডলার। সংখ্যায় লিখলে–৭৬,৪২৪,৫১৬,৯৪৪,৮১৬,৭০০,০০। এবার টাকায় অঙ্কটা নির্ণয়ের ভারটা আপনিই নিন নাহয়।
বলতে পারেন আজগুবি যত হিসেব। কীভাবে এই অঙ্ক কষলো তারা? আর তা সঠিক হওয়ারই বা সূত্র কী? তারা কী সঠিক রিসার্চ করেছে?... ইত্যাদি ইত্যাদি।
তাহলে জেনে রাখুন, কাল্পনিক ইটির ক্ষেত্রে হিসাব মোটেও কাল্পনিক ছিল না। বরং যতটা সম্ভব বাস্তবতাকে ভিত্তি করা হয় সেখানে।
যেমন স্পিলবার্গের চলচ্চিত্রটির প্রচারণাকালে জানানো হয়, পৃথিবী থেকে ৩০ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত ই.টি মহাশয়ের গ্রহ ব্রোডো আসগি। আর আমরা জানি এক আলোকবর্ষ সমান– ৫,৮৬৫,৬৯৬,০০০,০০০,০০০ মাইল। তাহলে পৃথিবী থেকে ব্রোডো আসগির দূরত্ব মাপতে আমাদের এই সংখ্যাকে ৩০ লাখ দিয়ে গুণ করতে হবে। তাহলে পাওয়া যায়- ১৭,৫৯৭,০৮৮,০০০,০০০,০০০,০০০,০০০ মাইল। গোণার চিন্তা বাদ দিন, এই দূরত্বটা শুধু কল্পনাই করে দেখুন একবার।
তবে এখানেই শেষ নয় সমীকরণ, এবার তারা ক্যালিফোর্নিয়া থেকে আন্তর্জাতিক ফোনকলে প্রতিমাইলের ব্যয় হিসাব করেন এভাবে- প্রথমে বিশ্বের প্রায় সব দেশেই কল করার প্রতিমিনিটের ব্যয় বের করেন। এরপর ১০ মিনিট কলের ব্যয় নিরূপণে- প্রতি দেশে কলের ব্যয়কে ১০ দিয়ে গুণ করেন। তারপর সবদেশে প্রতিমিনিট কলের ব্যয়কে ১০ দিয়ে ভাগ করেন। এতে গড় খরচ আসে মাইলপ্রতি ০.০০৪৩৪৩০২১ ডলার।
সবশেষে ওই গড় সংখ্যাকে ১৭,৫৯৭,০৮৮,০০০,০০০,০০০,০০০,০০০ মাইল দিয়ে গুণ দিলে ফলাফল আসে- ৭৬ কোয়াড্রিলিয়ন ডলার। সমীকরণের নির্ভুলতা যাচাইয়ের চ্যালেঞ্জটা নেবেন নাকি এবার!