হাঁসের বাচ্চারা যে কারণে মায়ের পেছনে এক সারিতে সাঁতার কাটে
হাঁসের বাচ্চাদেরকে সবসময়ই তাদের মায়ের পেছনে এক সারিতে চলতে দেখা যায়। এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা!
হাঁসের বাচ্চারা তাদের মায়ের সাঁতারের মাধ্যমে তৈরি ঢেউয়ের উপর চড়ে বেড়ায়। এতে করে তাদের দেহে শক্তি সঞ্চিত থাকে। ফ্লুইড মেকানিক্স জার্নালে নতুন এই আবিষ্কারের কথা জানিয়েছেন গবেষকরা।
এর আগের গবেষণাযগুলোয় সাঁতার কাটার সময় হাঁসের বাচ্চা ঠিক কতটা শক্তি খরচ করে তা নিয়ে গবেষণা করা হয়েছিল। এতে দেখা যায়, মায়ের পেছনে সাঁতার কাটার সময় শক্তি সঞ্চয় করে হাঁসের বাচ্চারা। তবে তারা কীভাবে শক্তি সঞ্চয় করে তা জানা যায়নি সে গবেষণায়।
এরই পরিপ্রেক্ষিতে জলজ পাখির তরঙ্গের কম্পিউটার সিমুলেশন তৈরি করেন ঝিমিং ইউয়ান। পেশায় একজন নৌ স্থপতি ইউয়ান স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থিত স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। ইউয়ান এবং তার সহকর্মীরা পরীক্ষায় দেখতে পান, একটি হাঁসের বাচ্চা সহজে তাদের মায়ের পেছনে থেকে সাঁতার কাটতে পারে।
যখন একটি হাঁসের বাচ্চা নিজ থেকে সাঁতার কাটে, তখন তার প্রতিটি ঢেউ পেরিয়ে যেতে হয়। পানির স্রোত পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় দেহের সঞ্চিত শক্তি ব্যবহারের প্রয়োজন পড়ে তাদের। একে ওয়েভ ড্র্যাগ বলা হয়। কিন্তু মায়ের পেছনে এক সারিতে সাঁতার কাটতে গেলে পানির স্রোত পেরোনোর জন্য আলাদাভাবে কোনো শক্তি খরচ করতে হয়না বাচ্চাগুলোর। স্রোতের টান পেরোনোর বদলে তারা এগিয়ে যাওয়ার জন্য একটি আলাদা ধাক্কা অনুভব করে। এর মাধ্যমে সহজেই সাঁতার কাটতে পারে তারা।
মায়ের মতোই হাঁসের বাচ্চারাও একজনের পর আরেকজন এই ঢেউ পেছনের দিকে ঠেলে এগিয়ে যায়। ফলে বাচ্চাদের পুরো দলটিই একটি ফ্রি রাইড পেয়ে যায়।
কিন্তু, এভাবে চলার জন্য মায়ের গতির সাথে তাল মিলিয়ে চলতে হয় বাচ্চাদেরকে। লাইনচ্যুত হয়ে গেলে সাঁতার কাটা কঠিন হয়ে পড়ে হাঁসের বাচ্চাদের জন্য।
- সূত্র- সায়েন্স নিউজ ফর স্টুডেন্টস