দুনিয়াজুড়ে তাজমহলের যত রেপ্লিকা!
আগ্রার তাজমহল নিয়ে নিশ্চয়ই পাঠককে নতুন করে বলার প্রয়োজন নেই; মুঘল সম্রাট শাহজাহানের তৈরি এই ঐতিহাসিক স্থাপত্যের সৌন্দর্য সর্বজনবিদিত ও বিশ্বনন্দিত। কিন্তু দুনিয়াজুড়ে তাজমহলেরই কতগুলো রেপ্লিকা বা নকল তাজমহল নির্মিত হয়েছে তা কি আপনি জানেন? তবে রেপ্লিকা বলে এগুলোকে হেলাফেলা করার অবকাশ নেই। কারণ আসল তাজমহলের সাথে রয়েছে এগুলোর অদ্ভুত মিল!
আজ পাঠকের জন্য থাকছে তেমনই কিছু রেপ্লিকা তাজমহলের গল্প। আসল তাজমহল দেখতে যেতে না পারলেও, এসব রেপ্লিকা তাজমহলও হতে পারে আপনার বিনোদনের খোরাক!
চীনের তাজমহল
চীন এবং রিমেক- শব্দ দুটি যেন একে অপরের অবিচ্ছেদ্য অংশ! তাহলে তাজমহলের ক্ষেত্রেই বা পিছিয়ে থাকবে কেন দেশটি? শেনঝেন অঞ্চলের একটি থিম পার্কে চীনারাও বানিয়ে ফেলেছে তাজমহলের আদলে একটি নিদর্শন, যার নাম 'উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড।' তাজমহল ছাড়াও এই একই থিম পার্কে তারা প্যারিসের আইফেল টাওয়ার, পিসার হেলানো টাওয়ারের মতো আরও কিছু জগদ্বিখ্যাত ভবনের রেপ্লিকাও নির্মাণ করেছে।
রয়্যাল প্যাভিলিয়ন, ব্রাইটন, যুক্তরাজ্য
হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। ভারতবর্ষকে ২০০ বছর শাসন করে যাওয়া ব্রিটিশদেরও রয়েছে একটি তাজমহল; যদিও তারা এটিকে নিজস্ব রূপে গড়ে নিয়েছে। তবে রয়্যাল প্যাভিলিয়ন ভবনের সাথে আগ্রার তাজমহলের সাদৃশ্য চোখে পড়ার মতো। এই ভবনটি ব্রাইটন প্যাভিলিয়ন নামেও পরিচিত। ১৭৮৭ সালে এর কাজ শুরু হয়ে তিন ধাপে ১৮২৩ সালে সম্পন্ন হয়। ওয়েলস এর রাজকুমার জর্জের জন্য একটি সি-সাইড রিট্রিট হিসেবে এটি নির্মাণ করা হয়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ১৯ শতকে ভারতে বহুল প্রচলিত ইন্দো-সারাসেনিক নির্মাণশৈলী থেকে অনুপ্রাণিত হয়ে রয়্যাল প্যাভিলিয়নের নকশা করা হয়। আর সে কারণেই আগ্রার তাজমহলের সাথে এটির এত মিল।
তাজ অ্যারাবিয়া, দুবাই
ঝাঁ-চকচকে, সুউচ্চ ভবন ও স্থাপনার জন্য দুবাই বিখ্যাত। তাই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম একটি স্থাপত্য, তাজমহল নির্মাণে পিছিয়ে থাকেনি আরব বিশ্বের এই ধনী দেশটি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দুবাইয়ের তাজমহল আগ্রার আসল তাজমহলের চাইতেও চার গুণ বড়!
দুবাইয়ের বিখ্যাত মুঘল গার্ডেন এলাকায় অবস্থিত এই তাজমহল আসলে একটি ২০তলা ভবন, যেখানে রয়েছে ৩৫০টি কক্ষ, দোকান এবং রেস্টুরেন্ট। ২১০০০০ বর্গফুট জায়গা নিয়ে নির্মিত এই তাজমহলের সুবিশাল সবুজায়ন ও শ্বেতশুভ্র সৌন্দর্য্য দর্শককে মুগ্ধ করতে বাধ্য।
বাংলাদেশের তাজমহল
বাংলাদেশের রাজধানীর ঢাকার অদূরেই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত এই তাজমহল। বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি ২০০৮ সালে তাজমহলের এই রেপ্লিকা বানানোর প্রজেক্ট ঘোষণা করেন। ১৯৮০ সালে তিনি আগ্রার তাজমহল পরিদর্শন করতে আসার পর তার মাথায় এই আইডিয়া আসে। বাংলাদেশিদের জন্য আগ্রা ভ্রমণ বেশ ব্যয়সাপেক্ষ হওয়ায় আহসানুল্লাহ নিজ দেশেই রেপ্লিকা তাজমহল নির্মাণ করে।
হুমায়ূনের সমাধি, দিল্লী
আপনি কি জানেন সম্রাট হুমায়ূনের সমাধির বয়স তাজমহলের চাইতেও বেশি? বিভিন্ন ঐতিহাসিক দলিলপত্র যদি সঠিক হয়, তাহলে দেখা যাচ্ছে যে তাজমহলের আসল নকশা হুমায়ূনের সমাধির নকশা থেকে অনুপ্রাণিত।
সম্রাট আকবরের তৈরি এই সমাধি ভারতের রাজধানী নয়াদিল্লীতে অবস্থিত। যদিও হুমায়ূনের সমাধিস্তম্ভ লাল বেলেপাথরে তৈরি, কিন্তু এর মূল কাঠামো্র সাথে আগ্রার তাজমহলের সাদৃশ্য রয়েছে।
তাজমহল হাউজবোট, সসালিটো, ক্যালিফোর্নিয়া
এবার আর ভূমিপৃষ্ঠে নয়, সোজা পানিতে ভাসমান তাজমহল! সত্তরের দশকের মাঝমাঝিতে ভারতে এসে তাজমহল পরিদর্শন করেছিলেন ভিনিয়ার্ড উদ্যোক্তা বিল হার্লান। সাদা মার্বেল পাথরের এই সমাধিস্তম্ভটি দেখে তিনি এতটাই চমতকৃত হন যে এটির একটি রেপ্লিকা নির্মাণ করতে চান।
ক্যালিফোর্নিয়ায় ফিরে বিশাল নৌকার উপর তাজমহল, অর্থাৎ তাজমহল হাউজবোট বানাতে শুরু করেন তিনি। জানা গেছে, কাশ্মীরের দাল হ্রদ পরিদর্শন থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই হাউজবোট নির্মাণ করেন। ২০১৬ সালে এটিকে বিক্রি করে দেন হার্লান।
বিবি কা মকবরা, আওরঙ্গবাদ
আওরঙ্গবাদে অবস্থিত এই স্থাপনাটিও ভালোবাসারই নিদর্শন। মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে আজম খান তার মা রাবিয়া-উদ-দওরানি'র স্মৃতি রক্ষার্থে বিবি কা মকবরা নির্মাণ করেন। চারটি মিনার সম্বলিত এবং বাগানে ঘেরা বিবি কা মকবরাও একটি অসাধারণ ঐতিহাসিক নিদর্শন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া