এক মিনিটে পড়ুন: বিড়াল কতদিন বাঁচে?
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, একটি গড়পড়তা বিড়াল মাত্র ১৪ বছর বাঁচতে পারে, যা মানুষের ৭০ বছর বয়সের সমতুল্য। বিড়ালরা জন্মের পর দ্রুত বাড়তে থাকে, কিন্তু বার্ধক্যে উপনীত হয়ে তারা ধীরগতির হয়ে পড়ে।
৩ থেকে ৬ বছরের মধ্যে বিড়ালরা তাদের জীবনের প্রাইম সময় কাটায়। এ সময়ই তাদের শারীরিক সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে থাকে। এই বয়সকালটা মানুষের ২৪ থেকে ৪০ বছরের সমতুল্য।
৭ থেকে ১০ বছর বয়সের দিকে বিড়ালের শরীরে বার্ধক্য নামতে থাকে। এ সময় তাদের চলাফেরা, নড়াচড়ার গতি হ্রাস পায়, আর বেড়ে যায় তাদের ওজন। পুরোপুরি বার্ধক্য যখন গ্রাস করে, তখন অনেক বেশি বিশ্রামের প্রয়োজন পড়ে তাদের।
যদি একটি বিড়াল ২১ বছর পর্যন্ত পৌঁছায়, তাহলে বুঝতে হবে মানুষ হলে সে শতবর্ষী হতো!
- সূত্র: নিউজউইক