অচিরেই চালু হচ্ছে না শিমুলিয়া-জাজিরা ফেরি সার্ভিস
শিমুলিয়া-জাজিরা পরীক্ষামূলক ফেরি চলাচল আজ ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও নাব্যতা সংকটে তা পিছিয়ে গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক (বাণিজ্য) এইচএম আশিকুজ্জামান জানান, সকাল দশটা বাজে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরুর কথা থাকলেও ঘাট এলাকায় এসে নদীর তলদেশে পরিবর্তন দেখা দেয়। গতকাল যেখানে পানির গভীরতা ছিল ১০ থেকে ১৪ ফিট সেখানে আজ সকালবেলা মুন্সীগঞ্জের লৌহজং টার্নিং পয়েন্টে এক হাজার স্কয়ার ফিট এলাকায় গভীরতা দেখায় মাত্র ৫ ফিট। ফেরি করে যাওয়ার কথা থাকলেও আমরা স্পিডবোটে করে সেনাবাহিনী, বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ'র ড্রেজিং বিভাগের লোকজন জাজিরার উদ্দেশ্যে রওনা দেই। এখানে পদ্মা সেতুর পাশে যে চর আছে, সেটা ভেঙে এই চ্যানেলের মুখে চলে আসছে। নদীর তলদেশে পরিবর্তন হচ্ছে প্রতিমুহূর্তে। ড্রেজিং বিভাগকে বলা হয়েছে, প্রয়োজনে ড্রেজিং করতে। তবে নাব্যতা সঙ্কট দূর না হওয়া পর্যন্ত ফেরি চলাচল সম্ভব নয়।
এদিকে বিআইডব্লিউটিএ'র ড্রেজিং বিভাগের সাইদুর রহমানকে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।