ঈদযাত্রার শেষ দিনে চাপ নেই শিমুলিয়া ঘাটে
গত তিনদিন ধরে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় থাকলেও আজ অনেকটাই ফাঁকা শিমুলিয়া ঘাট। সকাল থেকেই ঘাটের পরিবেশ স্বাভাবিক।
ঘাটে এই মুহূর্তে অপেক্ষমান রয়েছে অর্ধশত ব্যক্তিগত গাড়ি ও শতাধিক পিকআপ ভ্যান। সকালের দিকে মোটরসাইকেলের সারি দেখা গেলেও ঘাটে থাকা সব মোটরসাইকেল একটি ফেরিতে করে পার করা হয়েছে।
শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পাশাপাশি রয়েছে ৮৫টি লঞ্চ ও ১৫৪টি স্পিডবোটসহ ৮টি ট্রলার।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মাহবুবর রহমান জানান, 'বর্তমানে মোট ১০টি ফেরি এই নৌরুটে চলাচল করছে। সকাল থেকে এক নম্বর ঘাট দিয়ে একটি ফেরি ছেড়ে গেছে। এক নম্বর ঘাট এলাকায় অপেক্ষমান মোটরসাইকেল সহ পিকআপ, মাইক্রোবাস, ছোট গাড়ি নিয়ে ফেরি ছেড়ে যায়। অর্ধশত ব্যক্তিগত গাড়ি ও শতাধিক পিকআপ ভ্যান এখনো পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে ঘাটে কোন চাপ নেই, বলা যায় স্বাভাবিক।'