অনলাইনে ক্লাস-পরীক্ষা নিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনুমতি দিচ্ছে সরকার
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ক্লাস-পরীক্ষা নিতে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, চলতি সিমেস্টার শেষ করতে এ লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে ইউজিসি।
তিনি বলেন, "অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার সক্ষমতা অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়েরই রয়েছে। বর্তমান সিমেস্টার শেষ করতে কীভাবে ক্লাস ও পরীক্ষা নিতে হবে তা জানিয়ে আমরা তাদেরকের একটি নির্দেশনা দেবো।"
পরীক্ষা ছাড়াই কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলতি সিমেস্টারের শিক্ষার্থীদেকে গ্রেডিং দেওয়া সংক্রান্ত অনিয়মের বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী দীপু মণির সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
বৈঠকের বিষয়ে অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, "আমরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সব বিষয়েই আলোচনা করেছি। অবশেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইউজিসির গাইডলাইন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের বর্তমান সিমেস্টার চালিয়ে যেতে পারবে। আগামী সপ্তাহেই আমরা এই গাইডলাইন প্রকাশ করবো।"
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চাইলে ইন্টারনেটের মাধ্যমে তাদের ক্লাস কার্যক্রম চালিয়ে নিতে পারবে।
গত ৬ এপ্রিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন শিক্ষার্থী ভর্তি না করতে এবং অনলাইনে কোনো পরীক্ষা না নিতে নির্দেশ দিয়েছিল ইউজিসি।
সম্প্রতি সিমেস্টার ফাইনাল পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের গ্রেডিং দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্র্যাক ইউনিভার্সিটি। এছাড়াও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের জন্য ফলাফল তালিকা তৈরি করতে বলে শিক্ষকদের।