অপরহরণ ও চাঁদাবাজির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার ৪ র্যাব সদস্য
অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) চার সদস্যকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন-উর-রশিদ।
তিনি বলেন, "শুক্রবার বিকেলে এ সংক্রান্ত একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।"
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তারের বিষয়ে তারা অবগত আছেন।
তিনি বলেন, "আমরা শুনেছি চারজন সন্দেহভাজন র্যাব সদস্যকে হাতিরঝিল পুলিশ গ্রেপ্তার করেছে। তবে আমরা এখনো তাদের পরিচয় নিশ্চিত হতে পারি নি। বিষয়টির খোঁজ নিচ্ছি আমরা।"