আগামী জুন নাগাদ আসবে টিকার ৯ কোটি ডোজ: স্বাস্থ্যমন্ত্রী
আগামী বছরের মে-জুন নাগাদ বাংলাদেশ ৯ কোটি ডোজ কোভিড-১৯ টিকা পাবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (২১ ডিসেম্বর) মন্ত্রী পরিষদের বৈঠকে অংশ নিয়ে তিনি এমন কথা বলেছেন।
মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আজ সচিবলয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সেখানে আলোচিত বিষয়বস্তু সংবাদ ব্রিফিংয়ে তুলে ধরেন আনোয়ারুল ইসলাম। এসময় সচিব বলেন, 'সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আগামী বছরে জানুয়ারির শেষ বা ফ্রেব্রুয়ারির শুরু নাগাদ টিকার তিন কোটি ডোজের প্রথম চালান পাওয়া যেতে পারে। আরও ছয় কোটি ডোজ পাওয়ার আশা করা হচ্ছে, মে এবং জুন নাগাদ।
সবমিলিয়ে ২০২১ সালে সাড়ে চার কোটি মানুষের জন্য মোট ৯ কোটি টিকা পাওয়ার কথা তিনি জানিয়েছেন।
সভায় মন্ত্রী আরও জানান, 'ইতোমধ্যেই টিকাদানে ব্যবহৃত সরঞ্জাম (যেমন; সিরিঞ্জ ও সূঁচ) কীভাবে ধবংস করা যায় তার প্রশিক্ষণ শুরু করা হয়েছে।'
ইতোপূর্বে, আওয়ামী লীগ মহাসচিব এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, '২০২১ সালের প্রথম মাসেই করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন পাওয়ার দৃঢ় সম্ভাবনা রয়েছে।'
এদিকে আজকের বৈঠকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের প্রতি করোনাভাইরাস সম্পর্কিত পরিচ্ছন্নতার নিয়মাবলী মেনে চলার তাগিদ দিয়েছেন।