আগামী বছরের ২২ সরকারি ছুটির ৬ দিনই সাপ্তাহিক বন্ধ
২২ দিনের সরকারি ছুটিসহ ২০২২ সালের প্রস্তাবিত ছুটির তালিকার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে ছুটির ছয় দিন সাপ্তাহিক বন্ধ শুক্রবার ও শনিবারে পড়বে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
২২ দিনের ছুটির মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ৮ দিন ছুটি রাখা হয়েছে। সাধারণ ছুটির ১৪ দিনের মধ্যে তিনটি ছুটিই পড়বে দুই শুক্রবার ও এক শনিবারে। অন্যদিকে, বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে নির্বাহী আদেশের ৮ ছুটির দিনেও তিনটি পড়বে সাপ্তাহিক বন্ধের দিনে।
এছাড়া, ধর্মীয় উৎসব উপলক্ষে তিন দিনের ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। পার্বত্য চট্টগ্রামসহ অন্যান্য ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক উৎসবের জন্যও রাখা হয়েছে দুদিনের ঐচ্ছিক ছুটি রাখা।