হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে গাজীপুরে একটি কারাখানার শ্রমিকদের কর্মবিরতি
হাজিরা বোনাস ও বাৎসরিক বেতন বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে গাজীপুরের একটি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক কর্মবিরতি পালন করেছেন। আজ সোমবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৮টা থেকে দুপুর পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন। পরে মালিকপক্ষের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন।
তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- নাইট বিল ও মেডিকেল ছুটি বাড়ানো।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের মালিকানাধীন ইন্টারন্যাশনাল ট্রেনিং সার্ভিস লিমিটেডের শ্রমিকরা কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেন। দুপুর পর্যন্ত তারা সেখানেই অবস্থান করেন।
তারা জানান, তাদের বাৎসরিক বেতন ১৫ শতাংশ বৃদ্ধি করতে হবে। হাজিরা বোনাস এক হাজার টাকা করতে হবে। নাইট বিল ২০০ টাকাসহ মেডিকেল ছুটি বাড়াতে হবে। অন্যথায় কর্মবিরতি চালিয়ে যাবেন তারা।
ইন্টারন্যাশনাল ট্রেনিং সার্ভিস লি. (স্ট্যান্ডার্ড গ্রুপ) এর অ্যাডমিন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, বিজিএমইএ ঘোষণা অনুযায়ী হাজিরা বোনাস ৭৫০ টাকা করা হয়েছে। এছাড়াও নাইট বিল ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তারপরও শ্রমিকরা মানছেন না।
তিনি বলেন, 'শ্রমিকরা বাৎসরিক বেতন ১৫ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছেন। আমরা একা কীভাবে বাড়াবো? আরও কারখানা আছে। তখন আমাদের ওপর চাপ আসবে। সম্পূর্ণ অযৌক্তিক দাবি নিয়ে তারা কর্মবিরতি পালন করছেন। বিষয়টি মীমাংসার জন্য আলোচনা করা হচ্ছে। আশা করি সমাধান হয়ে যাবে।'
গাজীপুর শিল্প পুলিশ-২ এর বেক্সিমকো অঞ্চলের সহকারী পুলিশ সুপার দীপত চন্দ্র মজুমদার জানান, শ্রমিকরা সকাল থেকে কর্মবিরতি শুরু করেন। পরে মালিকপক্ষের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বভাবিক বলেও জানান তিনি।