আগামী মার্চে উৎপাদনে যাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র: বিদ্যুৎ সচিব
আগামী বছরের মার্চ থেকে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান।
শনিবার রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শ শেষে কাজের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বিদ্যুৎ সচিব বলেন, "খুব শীঘ্রই রামপাল পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদানে যাবে। আমরা আশা করছি আগামী মার্চ মাসেই এটি সম্ভব হবে।"
তিনি বলেন, "বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির মধ্যেও রামপাল পাওয়ার প্ল্যান্টের নির্মাণ কাজ থেমে থাকেনি। দুই দেশের বন্ধুত্বের নিদর্শন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারভিত্তিক প্রকল্প হিসেবে রামপাল পাওয়ার প্ল্যান্টের সার্বিক কর্মকাণ্ড এগিয়ে চলছে। আশা করি খুব শীঘ্রই এই বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।"
এসময় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিমিটেড (বিআইএফপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আবসার উদ্দিন আহমেদ, বিদ্যুত বিভাগের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব এ.টি.এম মোস্তফা কামাল, বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, সদস্য মো. মাহবুবুর রহমান, পিজিসিবি লিমিডেট এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়াসহ বিদ্যুৎকেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।