আগামী সপ্তাহে উচ্চ-মাধ্যমিকের ফল ঘোষণা
আগামী সপ্তাহে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল ঘোষণা করতে পারে শিক্ষা মন্ত্রণালয়য়।
সংশ্লিষ্ট কিছু সূত্র জানিয়েছে, এজন্য মন্ত্রণালয়ের একটি নতুন আইনি অধ্যাদেশ প্রয়োজন হবে।
ইতোমধ্যেই, এর একটি খসরা প্রস্তুত করা হয়েছে এবং তা আগামী কেবিনেট বৈঠকে উপস্থাপন করা হবে। তারপর আইন মন্ত্রণালয়ের কাছে মুল্যায়নের জন্য এটি জমা দেওয়া হবে।
আইন মন্ত্রণালয়ের সবুজ সংকেত মিললে চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির দপ্তরে যাবে খসরা প্রস্তাবনাটি।
এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, অধ্যাদেশটি জারির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উচ্চ-মাধ্যমিকের ফল ঘোষণা করবেন। শিক্ষা মন্ত্রণালয় আগামী সপ্তাহের মধ্যেই তার সম্মতি পাওয়ার চেষ্টা করছে।
তিনি জানান, মন্ত্রণালয় পরের সপ্তাহে ফলাফল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে।
এপ্রসঙ্গে, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং ফলাফল প্রস্তুতিকরণ কমিটির সদস্য সচিব অধ্যাপক নেহাল আহমেদ বলেন, তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফল জমা দেওয়ার জন্য প্রস্তুত আছেন।
"অধ্যাদেশ পাসের পর আমাদের শুধু টেকনিক্যাল কমিটির একটি বৈঠক করতে হবে," তিনি জানিয়েছেন।
(মূল থেকে সংক্ষেপিত)
মূল লেখা: HSC results likely next week