আজ দুপুর পর্যন্ত চালু থাকবে গণপরিবহন
আজ (১ আগস্ট) বেলা ১২টা পর্যন্ত ঢাকামুখী কারখানা শ্রমিকদের ঢাকা ফেরার জন্য গণপরিবহন চালু রাখার অনুমতি দিয়েছে সরকার।
এ সময়ে দেশব্যাপী সব রুটে বাস, লঞ্চ ও রেল পরিষেবা চালু থাকবে।
বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও মালিক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
সরকারের কারখানা চালুর অনুমতির ঘোষণা আসার পর তৈরি পোশাক ও অন্যান্য রপ্তানিমুখী কারখানার শ্রমিকরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত আসে।
শুক্রবার (৩০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক নোটিশে বলা হয়, ১ আগস্ট থেকে রপ্তানিমুখী সকল শিল্প কারখানা চলমান কোভিড-১৯ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।