আবার চালু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল
শীঘ্রই বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালু করা হবে।
সোমবার হলদিবাড়ি রেলস্টেশন এবং রেলপথ পরিদর্শনকালে ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান এই ঘোষণা দেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ উভয় দেশের পর্যটন ও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়া এটি দু'দেশের ক্ষেত্রেই উন্নয়নেও সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
ডেপুটি হাইকমিশনার জানিয়েছেন, উভয় দেশই ইতিমধ্যে যাত্রীবাহী ট্রেন চালানোর অনুমোদন দিয়ে দিয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম ট্রেনটি হলদিবাড়ি-চিলাহাটি রুটে চলবে।
হলদিবাড়ি রেলওয়ে স্টেশনের প্রশংসা করে তৌফিক হাসান বলেন, আগামী দিনে কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশও ট্যুরিস্ট ভিসা প্রদান শুরু করবে।
বাংলাদেশ হাইকমিশনের বিজনেস চিফ মো. শামসুল আরিফ ও শিলিগুড়ির সোনালী ব্যাংক ম্যানেজার জাবেদুল আলমও হলদিবাড়ি রেলওয়ে স্টেশন ও রেলপথ পরিদর্শন করেছেন সে সময়।
উল্লেখ্য, ক্রমবর্ধমান করোনাভাইরাস সংক্রমণের কারণে টানা ৪ মাসের নিষেধাজ্ঞার পর গত ৫ সেপ্টেম্বর থেকে এয়ার বাবলের আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা এখনও চালু হয়নি।