আহতদের দেখতে গিয়ে হাসপাতালের লিফটে আটকা বিএনপি নেতা আমীর খসরু
চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে আহতদের দেখতে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকা পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির কয়েকজন নেতা।
সোমবার দুপুরে একটার দিকে এ ঘটনা ঘটে।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. সেলিম জানান, হাসপাতালের ৫ম তলা থেকে আহতদের দেখে লিফটে নিচে নামছিলেন বিএনপি নেতারা। লিফটটি দ্বিতীয় তলায় পৌঁছার পর বিকট শব্দ হয়।
“আমরা তখন সিড়ি বেয়ে নামছিলাম। শব্দ শুনে দ্রুত লিফটম্যানকে খুঁজে বের করি। লিফটি নিচতলার লেভেল থেকে আরও প্রায় এক ফিট নিচে চলে গিয়েছিল। পরে লিফটম্যান দরজা ফাঁক করে ভেতর থেকে নেতাদের বের করে।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “বিএনপি নেতারা পাথরঘাটায় বিস্ফোরণে আহতদের দেখতে এসেছিলেন। এসময় উপর থেকে নিচে নামতে গিয়ে একটি লিফট আটকে যায়। লিফটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ উঠেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
রোববার সকালে নগরের পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডে বড়ুয়া ভবনে বিস্ফোরণে দেওয়াল বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৯ জন।