স্ক্র্যাপ হিসেবে ৪০.৪৪ কোটি টাকায় বিক্রি হচ্ছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলার জ্যোতি, সৌরভ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এম টি বাংলার জ্যোতি ও এম টি বাংলার সৌরভ ৪০ কোটি ৪৪ লাখ টাকায় বিক্রি হচ্ছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে জাহাজ দুটি কিনছেন চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান মাস্টার অ্যান্ড ব্রাদার্স।
আজ মঙ্গলবর (১৪ জানুয়ারি) ঢাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়েরে বিএসসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক পরিচালক (এমডি) কমোডর মাহমুদুল মালেক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, টেন্ডারে মোট ১৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে সর্বোচ্চ ৪০ কোটি ৪৪ লাখ টাকা সর্বোচ্চ দর দেয় মাস্টার অ্যান্ড ব্রাদার্স। নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানের কাছে জাহাজ দুটি স্ক্র্যাপ হিসেবে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৫ অক্টোবর রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেল খালাসের সময় আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় বাংলার সৌরভ জাহাজটি। এর আগে ৩০ সেপ্টেম্বর সকালে বন্দরের ডলফিন জেটিতে বাংলার জ্যোতি আগুনে পুড়ে যায়।
এরপর জাহাজ দুটি দিয়ে তেল পরিবহন না করার সিদ্ধান্ত নেয় বিএসসি। স্ক্র্যাপ হিসেবে যে অবস্থায় আছে, একই অবস্থায় বিক্রির জন্য গত ৫ ডিসেম্বর নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়। টেন্ডার ওপেন করা হয় গত ৭ জানুযারি।
মাস্টার অ্যান্ড ব্রাদার্স-এর মালিক প্রকৌশলী মো. মহসিন টিবিএসকে বলেন, বিএসসির সিদ্ধান্তের বিষয়টি আমরা এখনও অবগত হইনি। জাহাজটি আমাদের শিপ ব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ হিসেবে কেটে বিক্রি করা হবে।
বিএসসির তথ্য অনুযায়ী, ১৯৮৮ সালে তৈরি হওয়া বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ জাহাজের প্রতিটির ওজন ৩ হাজার ৭৮৭ মেট্রিক টন। ৩৮ বছরের পুরনো জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মাদার ভেসেল থেকে ইস্টার্ন রিফাইনারির জেটিতে ক্রুড অয়েল পরিবহন করত।