ইউজিসির তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) করা একটি তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। ওই প্রতিবেদনে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানিয়েছে ইউজিসি।
বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার'স ইউনিটি অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি ওই প্রতিবেদন প্রত্যাখ্যানের কথা জানান।
'ইউজিসির প্রতিবেদন আমি প্রত্যাখ্যান করছি। শিক্ষামন্ত্রী দীপু মনির প্রভাবে এটি বানানো হয়েছে। তাই আমি মনে করি, শিক্ষামন্ত্রী হিসেবে তিনি গ্রহণযোগ্য নন,' বলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
ইউজিসির সততা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অধ্যাপক কলিমউল্লাহ দাবি করেন, 'বিশ্ববিদ্যালয়ের জন্য প্রতিদিন আমি ২০-২২ ঘণ্টা কাজ করি; বিশ্রাম নিই মাত্র ২-৩ ঘণ্টা।'
এর আগে, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হল এবং ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের নির্মাণকাজে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের সত্যতা পায় ইউজিসির তদন্ত কমিটি।