ইউনাইটেড হাসপাতালের ১১টি অগ্নিনির্বাপণ যন্ত্রের ৮টিই মেয়াদোত্তীর্ণ: মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ইউনাইটেড হাসপাতালের ১১টি অগ্নিনির্বাপণ যন্ত্রের ৮টিই মেয়াদোত্তীর্ণ।
বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শন শেষে বেলা ১১টার দিকে মেয়র বলেন, মাত্র ৩টি অগ্নিনির্বাপণ যন্ত্রের মেয়াদ ছিল।
তিনি আরও বলেন, হাসপাতালে মানুষ ভর্তি হয় আরোগ্য লাভ করার জন্য। এটা অত্যন্ত বেদনাদায়ক যে তারা এখানে অগ্নিদুর্ঘটনায় মারা গেলেন।
মেয়র সব হাসপাতাল কর্তৃপক্ষকে ফায়ার সেফটির উপর গুরুত্ব দেয়ার জন্য অনুরোধ করেন।
বুধবার রাতে হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় করোনা আইসোলেশন ইউনিটের পাঁচ রোগীর মৃত্যু হয়।