ইভ্যালি’র লুট করা টাকা সরকারকেই ফিরিয়ে দিতে হবে: বিএনপি সাংসদ রুমিন ফারহানা
ইভ্যালি ও ই-অরেঞ্জের মতো ই-কমার্স প্রতিষ্ঠান থেকে পণ্য কিনে যারা প্রতারিত হয়েছেন, তাদের টাকা সরকারকেই ফিরিয়ে দিতে হবে বলে সংসদে দাবি করেছেন বিএনপির সাংসদ রুমিন ফারহানা।
আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে 'পয়েন্ট অব অর্ডারে' তিনি এ দাবি জানান।
সরকারের গাফিলতির কারণেই এরকম প্রতিষ্ঠানগুলো প্রতারণা করে হাজার কোটি টাকা লুটে নিচ্ছে, বলে উল্লেখ করেন সংরক্ষিত নারী আসনের এ সাংসদ।
তিনি বলেন, 'ইভ্যালি ও ই-অরেঞ্জসহ অনেকে ই-কমার্স ব্যবসা শুরু করার সময়ই বোঝা গিয়েছিল যে, তারা প্রতারণা করবে। তারা অর্ধেক দামে পণ্য বিক্রির অফার দিয়েছিল। প্রচুর মানুষ বিনিয়োগ করেছে। এখন হাজার কোটি টাকা নিয়ে, তারা আর পণ্য দিচ্ছে না। শুধু মানুষকে দোষ দিলে হবে না। এ প্রতিষ্ঠানগুলো গোপনে ব্যবসা করেনি। যে পরিমাণ বিজ্ঞাপন দিয়ে তারা ব্যবসা করেছে, তাতে সরকারের নীতিনির্ধারকদের অজানা থাকার কথা নয়।'
তিনি দাবি করেন, পণ্য কিনতে যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছেন, তাদের টাকা সরকারকে ফিরিয়ে দিতে হবে। পরে সরকার ওইসব প্রতিষ্ঠান থেকে পারলে আদায় করবে।
আইনে উল্লেখ করে এই সাংসদ বলেন, অন্য সবকিছু বাদ দিলেও প্রতিযোগিতা আইন অনুযায়ী, এ ধরনের ব্যবসা চলতে পারে না। কিন্তু সরকার এ বিষয়ে কোনো ব্যবস্থাই নেয়নি।
পয়েন্ট অফ অর্ডারে আরও বেশ কয়েকজন সাংসদ অংশ নেন এবং বিভিন্ন বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
বিএনপির আরেক সাংসদ জি এম সিরাজ মেগা-প্রকল্পে আনন্দ প্রকাশের পাশাপাশি, এসব প্রকল্পে 'মেগা' দুর্নীতি নিয়েও দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, 'গরিবদের জন্য করা ঘর ধসে পড়েছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন, এগুলো হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে। এর ফলে দুর্নীতি দমন কমিশনের তদন্ত থেমে গেছে বলে তিনি দাবি করেন।'
অবৈধ ভিওআইপির সঙ্গে সরকারি সংস্থা- টেলিটক জড়িত দাবি করে, জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, অবৈধ ভিওআইপির ভয়াবহ সিন্ডিকেটের কারণে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। মাসে ৩৭৫ কোটি টাকার ক্ষতি হচ্ছে। টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা এর সঙ্গে জড়িত। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেন।
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ সরকার দলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের 'পরীমনির প্রতি বিএনপির হারুনের এতো আগ্রহ কেন?' বক্তব্যের এক্সপাঞ্জ দাবি করেন।
এদিকে বিরোধীদলীয় হুইপ মো. মশিউর রহমান রাঙ্গা নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের উপর করা কাদের মির্জার 'বর্বরচিত হামলার' বিচার দাবি করেন।
তিনি বলেন, দেশবাসীর কাছে কাদের মির্জা একজন বিতর্কিত ও অবাঞ্চিত মানুষে পরিণত হয়েছেন।
এদিকে ঘনবসতিপুর্ণ বাংলাদেশে কৃষি জমির অভাব রয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নু বলেন, বাংলাদেশ বিসিএস প্রশাসন একাডেমী কক্সবাজারে একটি ট্রেনিং ইন্সটিটিউট করতে চায়। জন্য তারা ৭০০ একর জমি নিয়েছে । এটা কোন যুক্তিতে সমর্থনযোগ্য? একে ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেন চুন্নু।