ঈদের দিনে করোনায় ১৭৩ মৃত্যু ও ৭,৬১৪ শনাক্তের খবর পেল দেশ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯৮ জন পুরুষ ও ৭৫ জন নারী।
এ নিয়ে মোট ১৮,৪৯৮ জনের প্রাণ গেল ভাইরাসটিতে। মৃত্যুর হার ১.৬৩%।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৩০.৪৮% হারে আরও ৭,৬১৪ জনের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-১৯। এ নিয়ে ১৫.৪৩% হারে মোট শনাক্তের সংখ্যা ১১,৩৬,৫০৩।
ঈদের দিন (বুধবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। সেখানে ২০ জুলাই সকাল ৮টা থেকে ২১ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসেব দেখানো হয়েছে।
এদিকে, গত একদিনে ৯,৭০৪ জন সহ এ পর্যন্ত মোট ৯,৬১,০৪৪ জন সেরে উঠেছেন ভাইরাসটিতে। এ পর্যন্ত সুস্থতার হার ৮৪.৫৬%।
গত ২৪ ঘণ্টায় মৃত ১৭৩ জনের মধ্যে ৫৮ জন ঢাকা, ৩২ জন চট্টগ্রাম, ১১ জন রাজশাহী, ৩৮ জন খুলনা, ৮ জন বরিশাল, ৬ জন সিলেট, ১৬ জন রংপুর এবং ৪ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে ১৬৮ জন হাসপাতালে এবং ৫ জন নিজ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বলে রাখা ভালো, দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। সে বছরের ১৮ মার্চ এ ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।