ঈদের দিন হালকা বৃষ্টির সম্ভাবনা
পবিত্র ঈদুল আযহার দিন রাজধানী ঢাকাসহ সারা দেশে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "আগস্টের ২ থেকে ৭ তারিখ পর্যন্ত সারাদেশেই একটানা মাঝারি বা ভারী বর্ষণ হতে পারে।"
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষাকালীন এই সময়ে গত ২৭ জুন থেকে দেশে বন্য শুরু হয়েছে যাতে আক্রান্ত হয়েছে ৩১টি জেলা। একদিকে ভারি বর্ষণ, অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। অবশ্য ২৭ জুলাই থেকে মৌসুমি বায়ু যতটা সক্রিয়, আগামী শনিবার ঈদের দিন মৌসুমি বায়ু ততটা সক্রিয় থাকার সম্ভাবনা কম। সে কারণে বৃষ্টি হলেও পরিমাণে কম হবে।