এখনও ফেসবুক, মেসেঞ্জার ব্যবহারে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা
শুক্রবার বিকেলের পর থেকেই ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। এখন পর্যন্ত সে সমস্যা কাটিয়ে ওঠানো যায় নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একজন মুখপাত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, "বাংলাদেশে আমাদের পরিষেবা কিছুটা সীমিত অবস্থায় আছে এবং এ বিষয়ে আমরা অবগত আছি। আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি এবং যতটা দ্রুত সম্ভব ফেসবুকে গ্রাহকের এক্সেস (প্রবেশাধিকার) ফিরিয়ে আনার চেষ্টা করছি।"
তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত রায় গণমাধ্যমকে বলেছেন, "এটি একটি প্রযুক্তিগত সমস্যা। সুনির্দিষ্টভাবে আমরা এখনো জানি না সমস্যাটি কোথায় তবে কোন সাইটের এক্সেস বন্ধ করা হয় নি"।
এর পাশাপাশি ইন্টারনেট পরিষেবা ধীর হয়ে পড়েছে বলেও কয়েকজন গ্রাহক অভিযোগ করেছেন।
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে দেশের কিছু অংশে পুলিশ ও ক্ষমতাসীন দলের সদস্যদের সাথে হেফাজতে ইসলাম ও সমমনা ইসলামি দলগুলোর সংঘর্ষ বাঁধে। মূলত, এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা।