কবি নজরুলের অবমাননা: রবির কাছে ব্যাখ্যা চাইলো সরকার
রবি টেলিকমের ফেসবুক পেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে নজরুল ইসলামের ছবির পরিবর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহারের বিষয়ে প্রতিষ্ঠানটিকে সাত কার্যদিবসের মধ্যে ব্যখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আজ রোববার (৬ জুন) মন্ত্রণালয়ের উপসচিব রুজিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
গত ২৫ মে কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মবার্ষিকী পালিত হয়। গত ২৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব পেজে কবির প্রতি একটি শ্রদ্ধা নিবেদনমূলক পোস্ট দেয় দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটরটি। তবে, পোস্টটিতে নজরুল ইসলামের ছবির পরিবর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার করা হয়।
এ ব্যাপারে নজরুল ইসলামের পরিবারের সদস্যদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। রবি'র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন কবির নাতনি খিলখিল কাজী।
"রবিকে বাংলাদেশ ত্যাগ করা উচিত । যারা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে চেনে না, তাদের এই দেশে থাকার অধিকার নেই। ধিক ধিক ধিক রবি কে। কবি কাজী নজরুল ইসলাম এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর দুই কবিকেই অপমান করা হলো । আমরা পরিবারের পক্ষ থেকে আইনের ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি," ফেসবুক পোস্টে লিখেছেন তিনি।
ঘটনার তিন দিন পর রবি ফেসবুক পেজ থেকে দুঃখ প্রকাশ করে জানিয়েছে, "গত ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের সংশ্লিষ্ট এজেন্সি রবির ফেসবুক পেইজের একটি পোস্টে ভুল ছবি প্রকাশ করে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। বিষয়টি নজরে আসার সাথে সাথে আমরা পোস্টটি সরিয়ে নিয়েছি।"