করোনাভাইরাসে আক্রান্ত ফেনীর সিভিল সার্জন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফেনী জেলার সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন।
শুক্রবার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ফেনী জেলা সভাপতি ডা. শাহেদুল ইসলাম কাওসার ডা. সাজ্জাদের কোভিড-১৯ শনাক্তের বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে তার কোভিড-১৯ শনাক্ত হয়।
তবে সিভিল সার্জনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে তিনি জানান।
ডা. সাজ্জাদের অসুস্থতার কারণে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিমককে ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডা. রুবাইয়াত বিন করিম জানান, তিনি এ সংক্রান্ত এখনো কোন চিঠি পাননি। তবে তাকে মৌখিকভাবে তাকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফেনী পৌরসভার ডাক্তারপাড়া, রামপুর, শান্তি কোম্পানি রোড ও দাগনভূঁঞা উপজেলার পৌরসভা, ইয়াকুবপুর, পূর্বচন্দ্রপুর, রাজাপুর ইউনিয়ন এবং ছাগলনাইয়ার পৌরসভাকে লকডাউন করা হয়েছে।